জনসভায় জামায়াতকে তুলোধুনো করলো বিএনপি নেত্রী পাপিয়া (ভিডিওসহ)

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চাঁদলাই গ্রামের বিএনপি’র এক জনসভায় ১৯ দলীয় জোটের অন্যতম সরিক সংগঠন জামায়াতের কঠোর সমালোচনা করেছেন জোটের প্রধান দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এ্যাড. সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। শুক্রবার রাতে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত ওই জনসভায় পাপিয়া জামায়াতে ইসলাম সংগঠনের নাম থেকে ইসলাম তুলে নেয়ার আহবান জানিয়ে পাপিয়া বলেন, ‘ইসলামকে বাঁচাতে গেলে জামায়াতের হাত থেকে ইসলামকে রড়্গা করতে হবে’।
সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গ তুলে বিএনপি নেত্রী পাপিয়া বলেন, ‘ তারা (জামায়াত) কাকে প্রার্থী দিবে সেটা তাদের ব্যাপার বিএনপি কাকে প্রার্থী দিবে সেটা বিএনপি’র দলীয় বিষয়। কিন' আজকে জামায়াত এমনভাবে কথা বলছে, মনে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে জামায়াত বিএনপিকে পরিচালিত করবে’। তিনি বলেন, ‘জামায়াতের লজ্জা থাকা উচিত। ঢাকা শহরে দাড়ি কামিয়ে টুপি খুলে ফেলে জিন্স প্যান্ট পরে বিএনপি’র সেল্টারে বিএনপি নেত্রীকে নেত্রী মেনে তোমাদেরকে (জামায়াতকে) মিছিল করতে হয়’।
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র বিরম্নদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগও তুলেন বিএনপি নেত্রী পাপিয়া। নির্বাচনে জামায়াত ধর্মকে ব্যবহার করে জনগন বিশেষ করে নারীদের বিভ্রানত্ম করার কথা উলেস্নখ করে পাপিয়া বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হয়ে লতিফুর রহমান ঘড়ি মার্কা নিয়ে ভোট করার সময় জামায়াত বলেছিল ঘড়ি মার্কায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। পরে দাঁড়িপালস্না নিয়ে দাঁড়ালো তখন বললো, দাঁড়িপালস্নায় ভোট দিলে বেহেশত পাওয়াবে। এখন বললো মটর সাইকেলে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। মানে প্রতিকের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেহেশতেরও পরিবর্তন হচ্ছে’।
তিনি জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক লতিফুর রহমানের নাম উলেস্নখ করে তার বক্তেব্য বলেন, ‘ লতিফুর সাহেব আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, শুধু বাংলাদেশ কেন পৃথিবীর কোন মুসলমানের অনত্মত দোজখ বেহেশত বরাদ্দের ড়্গমতা আলস্নাহ তাআলা কাউকে দেয় নাই’। তিনি বলেন, ‘ একথা যারা বলে তারা মুসলমান নয়। তারা আলস্নাহ সঙ্গে শিরক করে’।
জামায়াতকে মিথ্যাবাদি উলেস্নখ করে পাপিয়া বলেন, ‘আজকে আওয়ামীলীগের হাত থেকে যেমন দেশকে মুক্ত করতে হবে। তেমনই ইসলামকে বাঁচাতে গেলে জামায়াতের ইসলামীর হাত থেকে ইসলামকে রড়্গা করতে হবে’।
ইসলাম কখনও বিপথগামীকে সর্মথন করেনা উলেস্নখ করে পাপিয়া বলেন, ‘ইসলামকে যারা অপব্যবহার করছে, অপপ্রয়োগ করছে, মিথ্যা বয়ান দিচ্ছে, অসহায় মহিলাদের বিভ্রানত্ম করছে বাড়িতে বাড়িতে মাহফিল করছে এসমসত্ম মাহফিল পাহারা দিতে হবে। মাহফিল করে হাদিস কোরআনের বর্ণনা দিক কারো আপত্তি থাকবে না, কিনত্ম হাদিস কোরআনের বর্ণনা দিয়ে দাঁড়িপালস্না জন্য যখন ভোট চাইবে তখন প্রত্যেককেই বাধা দিতে হবে’।
তিনি অভিযোগ করেন, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মেয়েদের সরলতার সুযোগ নিয়ে বেহেশত যাবার প্রলোভন দেখিয়ে মটর সাইকেলে (জামায়াত সমর্থিত প্রার্থীর মার্কা) ভোট নিয়েছে।
জামায়াত নেতাদের কঠোর সমালোচনা করে করে তিনি বলেন, ‘ আপনারা যারা জামায়াত নেতা দীন দুখি পরিবারের সদস্য। জামায়াতে ইসলাম করতে গিয়ে রিক্সাওয়ালার কাছে ইয়ানতের পয়সা নিয়েছেন। সে পয়সা মেরেই আজকে অট্টালিকার মালিক হয়েছেন, রাধুনী হোটেল বানিয়েছেন, ট্রাকের মালিক হয়েছেন, এসি রম্নমে থাকেন এগুলো বাংলার মানুষ জানে’। তিনি বলেন, ‘আজকে জামায়াতে ইসলাম ইসলামকে অপব্যাবহার করছে। আর আওয়ামীলীগ কোন ধর্মের মানুষকে বসবাস করতে দিচ্ছেনা’।
জনসভায় বিএনপি নেত্রী বর্তমান সরকারেরও কঠোর সমালোচনা করে বলেন, ‘ আজকে কারো জীবনেরই নিরাপত্তা নেই। গুপ্তহত্যা হচ্ছে, গুম হচ্ছে, যত্রতত্র লাশ পাওয়া যাচ্ছে’। তিনি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কঠোর আন্দোলন সংগ্রামের জন্য প্রস'ত হওয়ার আহবান জানান।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারম্ননুর রশিদ হারম্নন।

Read more »

শিবগঞ্জে জামায়াত-বিএনপির ৮কর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার রাতভোর অভিযান চালিয়ে জামায়াত বিএনপির ৮কর্মীকে গ্রেফতার করে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মিজানুর রহমান জানান পুলিশ বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশের কাজে বাধাদান ও নাশকতার বিভিন্ন মামলার আসামী লুৎফল হক, আনোয়ার হোসেন, এডিং, শুকুরদী, মিজানুর, সোহেল রানা, রনিউল ও মোঃ এম নামে ৮ জামায়াত বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে।

Read more »

বাংলাদেশ টেলিভিশনের সূবর্ণজয়ন্তী পালিত

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র সুবর্ণজয়ন্তী মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজের অধ্যক্ষ এনামুল হক ফিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সরদার সরাফত আলী, সদর উপজেলার চেয়ারম্যান রুহুল আমীন,পুলিশ সুপার বশির আহমেদ পি.পি.এম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগ সেক্রেটারী মইনুদ্দীন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ জেলা  প্রেসক্লাবের সেক্রেটারী ডাবলু কুমার ঘোষ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিটিভি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি এমরান ফারুক মাসুম।
শেষে কেক কেটে ও পায়রা উড়িয়ে জন্মদিনের উদ্বোধন করা হয়।

Read more »

Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com