আওয়ামীলীগে এনাম’র দশ বছর

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এনামূল হক’র বাংলাদেশ আওয়ামীলীগে রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার দশ বছর পূর্তি ছিল শনিবার। সরকারি চাকরী থেকে অবসর গ্রহণের পর তিনি আনুষ্ঠানিকভাবে
আওয়ামীলীগে যোগদান করেন।

দলীয় সূত্রগুলো জানিয়েছে, শনিবার সরকারি কলেজ মাঠের জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে। ঠিক এর দশ বছর আগে একই মঞ্চে, একই তারিখে অর্থাৎ ২০০১ সালে তৎতকালিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আওয়ামীলীগে যোগদান করেন।  ২০০৩ সালেও শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জে এসেছিলেন এবং সরকারি কলেজ মাঠে জনসভা করেছিলেন তবে বিরোধী দলীয় নেতা হিসেবে।
এক সময়ের সেনা কর্মকর্তা এনামূল হক আগের সরকারের আমলে পল্লী বিদ্যুতের চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িয়ে এনামূল হক অল্প কিছু দিনের ভেতরেই সম্মেলনের মাধ্যমে সংগঠনের নেতাদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হন। তার সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত মইনুদ্দীন মণ্ডল। পরে গত জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং সরকারের বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রীর দায়িত্বলাভ করেন।

পোষ্ট/অলক/চাঁপাই
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com