█ সিএণ্ডএফ এজেন্টদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক
█ আমদানীকারক ও শ্রমিকদের বন্দর সচল রাখার ঘোষণা
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে আবারো অস্থিরত দেখা দিয়েছে। ‘চাঁদাবাজী’ বন্ধসহ বন্দরের নিরাপত্তার দাবিতে সোনামসজিদ স্থল বন্দর সিএণ্ডএফ এজেণ্ট এ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলে তা প্রত্যাক্ষাণ করে বন্দর সচল রাখার ঘোষণা দিয়েছে আমদানী-রপ্তানীকারক গ্র“প ও শ্রমিক সমন্বয় কমিটি। এ নিয়ে বন্দরে উত্তেজনা দেখা দিয়েছে।

এদিকে সিএন্ডএফ এজেন্টদের ডাকা কর্মবিরতির কর্মসূচি ঘোষণার পরপরই পাল্টা সভা করে বসে আমদানী-রপ্তানীকারক গ্র“প ও শ্রমিক সমন্বয় কমিটি। তারা সিএণ্ডএফ এজেন্টদের কর্মবিরতির ডাক প্রত্যাক্ষাণ করে বন্দরের সব কার্যক্রম সচল রাখার ঘোষনা দিয়েছে। আমদানী ও রফতানীকারক গ্র“পের সভাপতি কবিরুল ইসলাম খান খোকন, সাধারন সম্পাদক আবু তালেব এবং শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ শুক্রবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ডাকা কর্ম বিরতির সাথে তাদের কোন সংশ্লিষ্ঠতা নেই। বন্দর সংশ্লিষ্ঠ অন্যান্য কোন সংগঠনকে কিছু না জানিয়েই সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন নিয়ম বহির্ভূত ভাবে বন্দরে কর্মরিতির ডাক দিয়েছে। এতে আমদানী রফতানীকারকদের ব্যবসা হুমকীর মুখে পড়বে। এই অবস্থায় আমদানী-রফতানীকারক ও শ্রমিকদের পে ওই কর্মসূচী মানা সম্ভব নয়। শনিবার থেকে অন্যান্য দিনের মত বন্দরের কার্যক্রম চালু থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে বন্দরের শ্রমিক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সা¤প্রতিক সময়ে এমনিতেই বন্দরের ব্যবসা বাণিজ্য নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। শ্রমিকরা কোন মতে দিনযাপন করছে। এরই মাঝে কারো সঙ্গে আলোচনা না করেই তারা এক তরফা কর্মবিরতির ডাক দিয়েছে। এর সঙ্গে শ্রমিকরা নেই।
পোষ্ট/অলক/চাঁপাই
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন