সোনামসজিদ স্থলবন্দরে আবারও অস্থিরতা

সিএণ্ডএফ এজেন্টদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক

 █ আমদানীকারক ও শ্রমিকদের বন্দর সচল রাখার ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জনিউজ, ১ এপ্রিল ২০১১:  
দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে আবারো অস্থিরত দেখা দিয়েছে। ‘চাঁদাবাজী’ বন্ধসহ বন্দরের নিরাপত্তার দাবিতে সোনামসজিদ স্থল বন্দর সিএণ্ডএফ এজেণ্ট এ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিলে তা প্রত্যাক্ষাণ করে বন্দর সচল রাখার ঘোষণা দিয়েছে আমদানী-রপ্তানীকারক গ্র“প ও শ্রমিক সমন্বয় কমিটি। এ নিয়ে বন্দরে উত্তেজনা দেখা দিয়েছে।
বন্দর সূত্র জানিয়েছে, সম্ভাবনাময় সোনামসজিদ স্থল বন্দরের নতুন করে অস্থিরতা সৃষ্টি হয় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামকে মারধোরের ঘটনার মধ্যদিয়ে। নির্বাচিত কমিটির মেয়াদ শেষের আগেই রাজনৈতিক প্রভাবে অনির্বাচিত দুটি কমিটি গঠনকে বন্দরে সিএণ্ডএফ এজেন্টদের মধ্যে চাপা মধ্যে চাপা উত্তেজান চলে আসছিল আগে থেকেই। সর্বশেষ বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার (অব.) এনামুল হকের লিখিত সমর্থন নিয়ে গঠন হওয়া কমিটির সভাপতি হন শরিফুল ইসলাম স্বাধীন ও সাধারণ সম্পাদক হন সাদিকুল ইসলাম। ওই সূত্র জানিয়েছে, বন্দরের বিভিন্ন অনিয়মের উৎসের ভাগাভাগি ও কমিটি নিয়ে থাকা চাপা উত্তেজনার জের ধরে গত সোমবার বন্দরে ঘটে অপ্রীতিকর ঘটনা। এ নিয়ে শিবগঞ্জ থানায় মামলাও দায়ের হয়। উদ্ভুত পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরে সিএণ্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতির অফিসে ‘সোনামসজিদ স্থল বন্দরে চাঁদাবাজী বন্ধ, চাঁদাবাজদের গ্রেফতার ও নিরাপত্তার দাবী’ এক সংবাদ সম্মেলনে শনিবার থেকে বন্দরে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির ডাক দেয়া হয়। সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম স্বাধীন বলেন, গত সোমবার বন্দর এলাকায় আজি ফরহাদ নামে একজন চিহ্নিত সন্ত্রাসী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামের কাছে প্রতিদিন ৫’শ টাকা করে চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা সাদিকুল ইসলামকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। ঘটনার পর শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত আসামীরা গ্রেফতার হয়নি। প্রেেিত চাঁদাবাজদের গ্রেফতার, বন্দরের আমদানী পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আদায় বন্ধসহ ৩ দফা দাবিতে এই কর্ম বিরতির ঘোষণা প্রদান করা হয়।
এদিকে সিএন্ডএফ এজেন্টদের ডাকা কর্মবিরতির কর্মসূচি ঘোষণার পরপরই পাল্টা সভা করে বসে আমদানী-রপ্তানীকারক গ্র“প ও শ্রমিক সমন্বয় কমিটি। তারা সিএণ্ডএফ এজেন্টদের কর্মবিরতির ডাক প্রত্যাক্ষাণ করে বন্দরের সব কার্যক্রম সচল রাখার ঘোষনা দিয়েছে। আমদানী ও রফতানীকারক গ্র“পের সভাপতি কবিরুল ইসলাম খান খোকন, সাধারন সম্পাদক আবু তালেব এবং শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ শুক্রবার এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ডাকা কর্ম বিরতির সাথে তাদের কোন সংশ্লিষ্ঠতা নেই। বন্দর সংশ্লিষ্ঠ অন্যান্য কোন সংগঠনকে কিছু না জানিয়েই সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন নিয়ম বহির্ভূত ভাবে বন্দরে কর্মরিতির ডাক দিয়েছে। এতে আমদানী রফতানীকারকদের ব্যবসা হুমকীর মুখে পড়বে। এই অবস্থায় আমদানী-রফতানীকারক ও শ্রমিকদের পে ওই কর্মসূচী মানা সম্ভব নয়। শনিবার থেকে অন্যান্য দিনের মত বন্দরের কার্যক্রম চালু থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে বন্দরের শ্রমিক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সা¤প্রতিক সময়ে এমনিতেই বন্দরের ব্যবসা বাণিজ্য নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। শ্রমিকরা কোন মতে দিনযাপন করছে। এরই মাঝে কারো সঙ্গে আলোচনা না করেই তারা এক তরফা কর্মবিরতির ডাক দিয়েছে। এর সঙ্গে শ্রমিকরা নেই।


পোষ্ট/অলক/চাঁপাই
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com