বেশী দাম পাওয়ায় আগাম আলু তুলে বিক্রি করছে কৃষকরা

মোঃ মাহ্ফুজুর রহমান, রাজশাহী প্রতিনিধিঃ
 
রাজশাহীর তানোরে চলছে শেষ মুহুর্তের আলুর পরিচর্যা। দাম বেশী পাওয়ায় আগাম আলু তুলে বিক্রি করে দিচ্ছেন কৃষকরা। অপর দিকে বাম্পার ফলন ও দাম বেশী পাওয়ার আশায় আলু চাষীরা হাসি ভরা মুখ নিয়ে শেষ মুহুর্তের পরিচর্যায় সময় দিচ্ছেন কৃষকরা।
সরেজমিনে তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের আদর্শ আলুচাষী কৃষক হিসাবে কৃষদের কাছে পরিচিত আব্দুর রাজ্জাকের কুষ্ণপুর মাঠের ১শ’২০ বিঘা জমির কিষান বোটানিক বিডার জাতের বীজ আলুর প্রেজেক্টে গিয়ে দেখা গেছে এবছরও তার আলু ওই মাঠের মধ্যে ভালো হয়েছে তার এই আলুর জমি দেখতে বিভিন্ন এলাকার কৃষকরা আসছেন মোহনপুর উপজেলার ২জন আলুচাষী তার জমিতে আলুর গাছ দেখে বলেন, তারমতো সকল কৃষক যদি আলু চাষ করতে পারতো তা হলে ভালো হতো। মাঠে এখন পুরোদমে আলুচাষীরা আলুর পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন। বর্তমানে আগাম আলুতে ফলন হচ্ছে প্রতি বিঘায় (৯০কেজির অজনে) ২৫ থেকে ২৭ বস্তা পর্যন্ত আর দাম প্রতি বস্তায় ২হাজার ৫শ’ টাকা থেকে ২হাজার ৭শ’টাকা পর্যন্ত। অপর দিকে সঠিক সময়ে আলু উত্তোলন করলে প্রতি বিঘায় ৪০ থেকে ৪৫ বস্তা আলু হতে পারে এবং ওই সময় দাম হতে পারে ১হাজার টাকা থেকে ১২টাকার মধ্যে। সব মিলিয়ে আগাম আলু তুলে বিক্রি করায় লাভ বেশী হচ্ছে বলে জানান আলু চাষী কৃষকরা। রাজশাহী শপুরা এলাকার আলু চাষী ও জেনেটিক সীডস কোম্পানীর পরিচালক মনিরুজ্জামান এবছর কোম্পনীর বীজ উদপাদনের জন্য সরনজাই মাঠে ১শ’৪০ বিঘা জমিতে বীজ আলু চাষ করেছেন সরেজমিনে ওই মাঠে গিয়ে দেখা গেছে তিনি নিজে উপস্থিত থেকে লেবার লাগিয়ে আলু পরিচর্যা করছেন। অন্য বছরের তুলনায় এসময় আগাম আলুর দাম বেশী হওয়ার কারণ হিসাবে তিনি বলেছেন, অন্য বছর গুলোতে এসময় ভারত থেকে আলু আসতো কিন্তু এবছর তা না হওয়ায় এই মুহুর্তে খাওয়ার আলু চাহিদা থাকার কারনে বর্তমানে আলু দাম বেশী পাচ্ছে কৃষকরা। ফলে কৃষকরা সময়ের আগেই বেশী দাম পাওয়ায় আলু তুলে বিক্রি করে দিচ্ছেন। তিনি আরো বলেন, সময়ের আগে আলু তোলার কারণে ফলনের দিক থেকে কৃষকরা মার খাচ্ছে কিন্তু দামের কারণে কৃষকরা পুশিয়ে নিতে পারছে। অতএব এবছর আলুর উদ্পাদন চাহিদা পুরন না হওয়ায় সঠিক সময়ে আলুর দাম বেশী হবে। এব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এ বছর তানোরে ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ২৭শ’ হেক্টর জমিতে আলু চাষের জন্য ল্যমাত্রা নির্ধারণ করা হলেও ল্যমাত্রা ছাড়িয়ে ২৮শ’ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। এবার আবহাওয়া অনুকূলের পাশাপাশি বীজের গুনগতমান ও সুশম রাসায়নিক সারের ব্যবহার পরিমান মত হওয়ায় আলুর গাছের চেহারা ভালো দেখাচ্ছে। পূর্ণ বয়স শেষে আলু উঠালে এবার প্রতিবিঘায় ৯৫ থেকে ১শ’ মণ আলু ফলন হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। তানোর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, অন্য যেকোন বছরের চেয়ে এবছর চাষীরা ভালো বীজ, সার ও কিটনাশক পাওয়ায় তানোরে এবছর বেশী জমিতে আলুর চাষ হয়েছে। কৃষ্ণপুর গ্রামের আদর্শ আলু চাষী আব্দুর রাজ্জাক বলেন, আলুর পরিচর্যায় এটাই উপযুক্ত সময়। তিনি আরো বলেন, এবছর আলুর ফলন ভালো হবে এবং দামও ভালো পাওয়ার আশা করছেন।  তানোর পৌর এলাকার জিওল গ্রামের আলু চাষি মহসিন ও ওমর আলীসহ ভাতরন্ড গ্রামের আতাউর রহমান ছাড়াও শমশের আলীর কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, কার্তিক মাসের মাঝামাঝি সময়ে উপজেলার রহিমাডাংগা মৌজায় ৬০ থেকে ৭০ হেক্টর জমিতে আগাম আলু চাষ করা হয়েছে আলু গাছের চেহারা দেখে মনে হচ্ছে ফলন ভালো হবে। তারা আরো বলেন, ওই জমিতে বোরো ধান রোপণের জন্য সময়ের আগেই বন্যার পানি নেমে যাওয়ার পরপরই আলু রোপণ করা হয়েছে। এবছর আলুর দাম ভালো হওয়ার আশায় যতœ করছেন ভালো ভাবে। বিগত বছর আলু দাম কম হওয়ায় অনেকে মনে করছেন এবছর আলুর দাম বেশী হবে। তানোর উপজেলায় এ বছর অন্য যেকোন বছরের চেয়ে বেশী জমিতে আলুর চাষ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে আলুর বাম্পার ফলনের আশায় করছেন চাষিরা। এঅঞ্চলের ফসলি জমির মাঠের পর মাঠ জুড়ে দেখা যাচ্ছে আলুর জমি। আলুতের পরিচর্যায় ব্যস্থ্য সময় কাটাচ্ছেন এঅঞ্চলের কৃষকরা।
অপর দিকে তানোরে কোল্ড ষ্টোর তৈরি হওয়ায় কৃষকরা তাদের আলু নিয়ে খুব বেশী চিন্তীত নয় বলেও জানিয়েছেন আলু চাষীরা। অন্য বছর গুলোতে হিমাগারে জায়গা না পাওয়ায় তির মুখে পড়তে হতো তানোরের আলু চাষীদেরকে। এবছর তাদেরকে এ চিন্তা আর করতে হচ্ছেনা। একারনেই এ অঞ্চলের চাষীরা পড়তেন বিপাকে। দুরের হিমাগারে আলু রেখে অনেক কৃষক প্রতারনার স্বীকারও হতেন এখন তানোরে কোল্ড ষ্টোর তৈরি হওয়ায় আলুর ন্যায্য মূল্য পাওয়ার আশা করছেন কৃষকরা। অনেক কৃষক বলেছেন দাম যাই হোক না কেন লাভের পরিমান খাকবেও আশা করছেন চাষীরা।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার হাসানুল কবির কামালি বলেন, তানোরের আলু চাষিরা এ বছরে আলুর ওপর বেশি ঝুঁকে পড়েছেন। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আলুর বাম্পার ফলন হবে বলে তিনি আশা করেন। সেই সাথে এবছর আলুর দাম বেশী পাবেন তানোরের আলু চাষীরা বলেও জানান তিনি।


Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com