সরকারের ৪ বৎসরে মানুষ না খেয়ে মারা যাবার কোন নজির নেই বললেন চাঁপাইনবাবগঞ্জে পানি সম্পদ মন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের পদ্মার ভাঙ্গনকৃত ৩টি ইউনিয়নকে রার্থে ১’শ ৬৬কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণের ঘোষণা দিলেন পানি সম্পদ মন্ত্রী বাবু রমেশ চন্দ্র সেন এমপি। তিনি বলেন, মহাজোট সরকার মতায় আসার পর দেশ আজ খাদ্যে স্বয়ং-সম্পূর্ণতা অর্জন, অন্ন, বস্ত্র, বাসস্থানের নিশ্চিয়তা পেয়েছে সাধারণ মানুষ। মানুষ না খেয়ে মারা যাবার কোন নজির নেই গত ৪ বৎসরে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতিগুলো নানা সীমাবদ্ধতার পরেও একে একে বাস্তবায়ন করা হচেছ। পানি সম্পদ মন্ত্রনালয়েই বিগত ৪ বছরে ৫৫টি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। আরো ১০ টি প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। তিনি দাবি করেন, বিগত ৪ বছরে যে পরিমাণ কাজ  হয়েছে তা বিগত ৪০ বছরেও হয়নি।  তিনি আজ শনিবার মহাজোট সরকারের ৪ বছর পূর্তি উপলে চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় পৌরসভা পার্কের এক বিশাল জনসভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামীলীগের সভাপতি ও বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্ম্দ এনামুল হক এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহা জিয়াউর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো.মঈনুদ্দিন মণ্ডল, সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন প্রমুখ।
পানি সম্পদ মন্ত্রী বিগত জোট সরকারের সমালোচনা করে বলেন,  ৪ দলীয় জোট সরকারের আমলে বিদেশে টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে। তাদের আমলে একুশে আগষ্ট গ্রেনেড হামলা, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াসহ শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল। তিনি বলেন, শষ্যভান্ডার হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের দ্বিগুণ ফসল উৎপাদনে মহানন্দা নদীতে রাবার ড্যাম ও নদী খননের ঘোষণা দেন। ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের সুষম উন্নয়নকে বাঁধাগ্রস্থ করেছিলেন কিন্তু গত ৯ বৎসরের আওয়ামীলীগের শাসনামলে দেশ আজ মধ্যেম আয়ের দেশের পথে এগিয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত ২০ বৎসর ধরে পদ্মার তীব্র ভাঙ্গনে চাঁপাইনবাবগঞ্জের আলাতুলী, দেবীনগর ও চরবাগডাঙ্গা ইউনিয়নের  হাজার হাজার  বিঘা ফসলী জমি বিলীন এবং কয়েক হাজার মানুষ ঘর ছাড়া হয়েছে।











এর আগে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ চাঁপাইনবাবগঞ্জ রেলষ্টেশনের নতুন ভবন উদ্বোধন করেন।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com