চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে দু’পড়্গের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া চ্যানেল আই’র সাংবাদিক আশরাফুল ইসলাম রঞ্জুর উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রোববার চাঁপাইনবাবগঞ্জ শহরে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিকরা।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন গণ মাধ্যম প্রতিনিধিরা অংশ নেয়। প্রায় ১ ঘণ্টাব্যাপি অনুষ্ঠিত হয় এই মানববন্ধন কর্মসুচি। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক শামসুল ইসলাম টুকু, সৈয়দ নাজাত হোসেন, গোলাম মোসত্মাফা মন্টু, আনোয়ার হোসেন দিলু, শহীদুল হুদা অলক, কামাল উদ্দীন, ডাবলু কুমার ঘোষ, ইমতিয়ার ফেরদৌস সুইট, জোনাব আলী, মনোয়ার হোসেন জুয়েল। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জেলা সাম্যবাদী দলের আহবায়ক কামাল উদ্দীন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরম্নজ্জামান মনির। সমাবেশে বলা হয়, গত বৃহস্পতিবার মহারাজপুর ইউনিয়নের শেখপাড়ায় জমিজমা নিয়ে দু’পড়্গের সংঘর্ষে সন্ত্রাসীদের পরিকল্পিত হামলায় মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে আহত সাংবাদিক রঞ্জু চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরেরর ৩ দিন অতিবাহিত হলেও আসামী গ্রেফতার হয়নি। অথচ তারা প্রকাশ্যে ঘোরাফিরা করছে। বক্তারা পুলিশের সমালোচনা করে বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে মামলার আসামী গ্রেফতার না হলে পরবর্তী কর্মসুচি ঘোষণা করা হবে। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।