চাঁপাইনবাবগঞ্জে শুরু হল বৈশাখী উৎসব

বাঙালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ বরণ উপলক্ষে, চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনের বৈশাখী উৎসব। আজ থেকে শুরু হওয়া উৎসবটি চলবে, পহেলা বৈশাখ পর্যন্ত। আজ সন্ধ্যায় শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ কে এম মাসুদুজ্জামান । উৎসবে প্রতিদিন গভীর রাত পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও মাঠ জুড়ে বসেছে বৈশাখী মেলা । ৩২ টি স্টলে  গ্রামবাংলার ঐতিহ্যবাহী খাবার, পোষাক ও অন্যান্য সামগ্রীর বিক্রি হচ্ছে । হরতাল সহ নানা সহিংসতায় গত কিছুদিনের স্তব্ধতা আজ ভেঙ্গে শতশত মানুষ এসেছেন এই প্রানের উৎসবে । চাঁপাইনবাবগঞ্জ শহরে এখন শুধুই বর্ষ বরণের প্রস্তুতি। এরই মধ্য বিভিন্ন সংগঠন নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে... বছরেরর প্রথম দিনকে বরন করতে দিনব্যাপী লোকজ সংগীতসহ নানা আয়োজন করছে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার, জাগো নারী বন্ধি শিখা, উদীচি সহ বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠন।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com