চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি (রাজরামপুর) মণ্ডলপাড়া গ্রামের
বাসিন্দা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রিয় সংগঠক ও সিলেটে নবপ্রতিষ্ঠিত নর্থইস্ট ইউনিভার্সিটির
ট্রেজারার ড. মোহাম্মদ আবদুল্লাহর (৬১) রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল
৪টার দিকে নগরের শেখঘাটের ৫৬ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে ফ্যানের সঙ্গে গলায় রশি
দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
ড. আবদুল্লাহর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ
জেলার সদর উপজেলার মণ্ডলপাড়া গ্রামে। তাঁর স্ত্রী-সন্তানরা জাপান থাকেন। গত বছরের এপ্রিল
মাসে তিনি এ ইউনিভার্সিটিতে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার
ছিলেন।
নর্থইস্ট ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবদুল হাই জানান, হরতালের কারণে শুক্রবার ইউনিভার্সিটি খোলা ছিল। সকালে ড. আবদুল্লাহ ইউনিভার্সিটিতে না আসায় অফিস থেকে ফোন দেওয়া হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাঁর খোঁজে একজন পিয়ন পাঠালে বাসা বাইরে থেকে তালাবদ্ধ দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সকাল ১০টার দিকে আবার ইউনিভার্সিটির তিন কর্মকর্তা তাঁর বাসায় গিয়ে কলিংবেল টিপেও কোনো সাড়া-শব্দ পাননি। পরে বাসার মালিককে সঙ্গে নিয়ে দোতলায় উঠে বাসার জানালা দিয়ে আবদুল্লাহকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে তাঁরা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নর্থইস্ট ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবদুল হাই জানান, হরতালের কারণে শুক্রবার ইউনিভার্সিটি খোলা ছিল। সকালে ড. আবদুল্লাহ ইউনিভার্সিটিতে না আসায় অফিস থেকে ফোন দেওয়া হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাঁর খোঁজে একজন পিয়ন পাঠালে বাসা বাইরে থেকে তালাবদ্ধ দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সকাল ১০টার দিকে আবার ইউনিভার্সিটির তিন কর্মকর্তা তাঁর বাসায় গিয়ে কলিংবেল টিপেও কোনো সাড়া-শব্দ পাননি। পরে বাসার মালিককে সঙ্গে নিয়ে দোতলায় উঠে বাসার জানালা দিয়ে আবদুল্লাহকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে তাঁরা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ড. এম আব্দুল্লাহ মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক
ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।