শিবগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম উইলকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ও কার্নসাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর আরিফুল ইসলাম উইল ও তার সহকর্মী তসলিম উদ্দীনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রাত সাড়ে ৮ টার দিকে শিবগঞ্জ একাডেমীর মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
জেলা জাসাদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির জানান, আরিফুল ইসলাম ও তার সহকর্মী একাডেমীর মোড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করে। জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি। এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হামলার ঘটনা শুনেছেন। চিকিৎসার জন্য আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com