হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূর্নমিলনী

আব্দুর রব নাহিদ: চাঁপাইনবাবগঞ্জের শতবছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান  হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূর্নমিলনী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে একটি বর্নাঢ্য শোভাযাত্রা হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে মাঠে অনুষ্ঠিত হয় প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচ । খেলা শুরু হয় সেই স্কুলের ঘন্টা বাজিয়ে শেষটাও ছুটির ঘন্টায়। বয়স কিছুটা বেশি তাতে কি সবাই যেন নিজেকে উজাড় করে খেলেছেন। খেলার মাঠে একটু চোট না পেলে কি চলে। ফুটবলের পিছনে ছুটতে গিয়ে পড়ে যাওয়া এ্যাড. সাইদুর ইসলাম জানান ভাল লাগছে অনেককে কাছে পেয়ে, সেই কবে ফুটবল খেলেছিলাম এখন যেন আবারো ছোট বেলার স্মতি মনে পড়ছে। বিদ্যালয়টির আরেক প্রাপ্তন ছাত্র কামাল উদ্দীন বলেন দিন ভর ছিল নানা আয়োজন, প্রবীন আর নবীনের  আড্ডা, গান, কি ছিল না,  যেন আমরা অতিতের সেই স্কুল জীবনে ফিরে গিয়েছিলাম । হরিমোহন ছাত্র সমিতির মোহিত কুমার দা বলেন আমরা প্রতি বছরের মত এবারো  ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান করছি আগামীতে আমরা আরো বড় পরিসরে একে নিয়ে যাব, সেই সাথে আগমী বছর থেকে একজন গুনী ব্যাক্তিকে সম্মাননা দেয়ার পরিকল্পনা আমাদের আছে। শেষ বিকালে ১৯৮০ সালের আগে পাশ করা ছাত্রদের নিয়ে মজার বেলুন ফাটানো প্রতিযোগিতা।  ছাত্রদের মধ্যে   প্রতিয়োগিতা চলছে নিজের বেলুন রক্ষা করে অন্যের বেলুন ফাটানো চেষ্টা , শেষ পর্যন্ত প্রতিযোগিতায় টিকে গেলেন চার জন। এর তিনজনই আবারো ১৯৭৮ সালের ব্যাচের ছাত্র অপর জন এ্যাড. সাইদুর ইসলাম , ১৯৭৮ সালের তিন সহপাঠী একসাথে ঝাপিয়ে পড়লেন এ্যাড সাইদুরের বেলুনে । এভাবেই অনেক উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় বেলুন ফাটানো খেলা । সবচাইতে প্রবীণ এ্যাড. তাসেম হলেন প্রথম । সন্ধা শুরু হল আলোচনা ও সাংস্কৃতিক পর্ব। চলেছে তা রাত ১০ টা পর্যন্ত।

Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com