ভাল কাজের সন্ধানে উন্মুক্ত সভা অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলোর উন্নয়ন ও শক্তিশালীকরণে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো কাজ করছে। টেকসই উন্নয়নের লক্ষ্যে ইউনিয়ন পরিষদ গুলোর চলমান কার্যক্রম পর্যবেক্ষণ ও পর্যলোচনা করা হচ্ছে।
বর্তমানে পারস্পরিক শিখন কর্মসূচীর আওতায় ভাল কাজের সন্ধানে ইউনিয়ন পরিষদগুলোয় উন্মুক্ত সভা করে ৫টি করে ভাল কাজ তুলনীয় হিসেবে গ্রহণ করা হচ্ছে। এ লক্ষে সোমবার জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ও মোবারকপুর ইউনিয়ন পরিষদে পৃথক পৃথকভাবে এই সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলেপমেন্ট এ্যাসোসিয়েশন ফর সেল্ফ-রিলাইন্স কমিউনিকেশন এন্ড হেল্থ (ডাসকো)’র সহযোগীতায় স্ব স্ব ইউনিয়ন পরিষদ এই সভার আয়োজন করে।
মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুর রহমান মিঞা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক মোবারকপুর শাখা ব্যবস্থাপক জামাল উদ্দীন, ইয়াসিন আলী বিশ্বাস, ফজলুর রহমান। সভায় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান জানান, এ পর্যন্ত ৯টি ওয়ার্ডে মোট ৪৫টি ভালো কাজ করা হয়েছে। এর মধ্যে ৫টি ভালো কাজ প্রাধান্য দিয়ে লিপিবদ্ধ করা হয়। এই ভাল কাজ গুলো হলো, কৃষি সমিতি করে যুবকদের ঋণ প্রদান, হতদরিদ্র নারীদের সেলাই মেশিন প্রশিক্ষণ ও বিতরণ, প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রদান, আর্সেনিক মুক্ত পানির জন্য টিউবওয়েল স্থাপন এবং ধোবপুকুর জামে মসজিদের কাজে আর্থিক সহায়তা প্রদান।
এর আগে ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবিরের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টার দিকে একই সভা অনুষ্ঠিত হয়।  এছাড়া সভায় ডাসকোর প্রতিনিধি ফ্যাসেলিটেটর সেলিম রেজা ভালো কাজের সন্ধানের উপর বিস্তারিত আলোচনা করেন।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com