মডেল ভবনের তালিকা থেকে মডেল স্কুলই বাদ

চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবসি'ত নবাবগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ঝুকিপূর্ণ হওয়ার পরেও সরকারের নতুন করে মডেল ভবন নির্মাণের তালিকা থেকে মডেল স্কুলকেই বাদ দেয়া হয়েছে। প্রাথমিক শিড়্গা অধিদপ্তরের এক পরিপত্রে উপজেলা সদরে মডেল স্কুলকে সর্বপ্রথম বিবেচনা করতে হবে বলা হলেও নির্বাচন করা হয় শহরতলীর অন্য একটি প্রাথমিক বিদ্যালয়কে। এদিকে, প্রায় ৫০ বছরের পুরোনো বিদ্যালয় ভবনের বীমে ফাটল দেখা দেয়ায় পুরো ভবনই সীলগালা করে দেয়া হয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে বিদ্যালয়ের শিড়্গা কার্যক্রম।
সংশিস্নষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিক শিড়্গা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মনিন্দ্র নাথ রায় ও অতিরিক্ত মহা পরিচালক এস এম মেসবাহউল ইসলাম স্বাড়্গরিত দুটি পত্রে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রথমিক শিড়্গা অফিসকে নতুন বিদ্যালয় ভবন নির্মাণের জন্য বিদ্যালয়ের তালিকা তৈরি করতে বলা হয়। ওই পত্রে জানানো হয়, দেশের ৫০৩টি উপজেলা সদরে একটি করে বিদ্যালয়ে নীচতলা ফাঁকা রেখে নতুন ভবন নির্মাণ করা হবে। এ লড়্গে উপজেলা সদরে মডেল স্কুলকে সর্বপ্রথম বিবেচনা করতে হবে। মডেল স্কুল নির্বাচন করা সম্ভব না হলে, উপজেলা সদরে (সদর পৌরসভা/ইউনিয়নের মধ্যে) মডেল স্কুলের পার্শ্ববর্তী কোন প্রাথমিক বিদ্যালয় নতুন ডিজাইনে ভবন নির্মাণের জন্য নির্বাচন করতে হবে। এড়্গেত্রে বিদ্যালয় চত্বরে প্রয়োজনীয় জায়গা ও খেলার মাঠ থাকতে হবে। ওই সূত্র জানায়, শিড়্গা অধিদপ্তর থেকে দুই দফায় পত্র আসার পর উপজেলা শিড়্গা অফিসের প্রসত্মাবনা অনুযায়ী গত আগষ্ট মাসে জেলা শিড়্গা অফিস চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামের তালিকা পাঠান। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিড়্গা অফিসের স্মারক নম্বর ডিপিও/ চাঁপাইঃ/ বিবিধ-১৭৪/২০১২/৮৪৭ এর মাধ্যমে পাঠানো ওই তালিকায় নবাবগঞ্জ সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়ানশুকা সরকারি প্রাথমিক বিদ্যায়ের নাম পাঠানো হয়।
নতুন ভবনের তালিকা থেকে বিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়টি জানাজানি হলে মডেল স্কুলের ব্যবস'াপনা কমিটি ও অভিভাবকদের মাঝে খোভ দেখা দেয়। ইতোমধ্যে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে তারা ড়্গুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিদ্যালয় সূত্র জানিয়েছে, শহরের স্কুল-ক্লাব সড়কে ১৯৬৮ সালে স'াপিত নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ভবনটি নির্মাণ করা হয় ওই বছরই। দিনে দিনে ছাত্র সংখ্যা বৃদ্ধির ফলে একতলা ভবনের উপর ২০০২/০৩ সালে দ্বিতল ভবন নির্মাণ করা হয়। ২০১১ সাল থেকে বিদ্যালয়টি ফলাফলের দিক থেকে জেলার শীর্ষ বিদ্যালয়ের তালিকায় চলে আসায় এর শিড়্গার্থী সংখ্যাও বাড়তে থাকে। বর্তমানে বিদ্যালযের শিড়্গার্থী সংখ্যা ৭৪৪ জন। যা শহরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে সর্বচ্চো। ১৯৬৮ সালে নির্মাণ করা বিদ্যালয়ের একতলা ভবনে বীমে ফাটল দেখা দিয়েছে। গত মাসে ক্লাস চলার সময় একটি কড়্গ থেকে বিশাল এলাকাজুড়ে ছাদের পলেসত্মার খুলে পড়েছে। ওই ঘটনায় কোন শিড়্গার্থী আহত না হলেও অভিভাবকদের মাঝে বিদ্যালয় ভবন নিয়ে চরম আত্মংকের সৃষ্টি হয়। বিষয়টি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক সরদর সরাফত আলীকে জানানো হলে তিনি প্রকৌশল বিভাগকে ভবন পরীড়্গা করার নির্দেশ দিলে সদর উপজেলা প্রকৌশল শাখা পরীড়্গা নিরীড়্গা শেষে গত ২ নভেম্বর বিদ্যালয় ভবনটি সীলগালা করে দেন। বিদ্যালয়রে অভিভাবক রিনা খাতুন বলেন,  পুরাতন বিল্ডিংএর উপর দ্বিতল ভবন নির্মাণ করার সিদ্ধানত্মটাই ছিল ভুল। পলেসত্মার খুলে পড়ার দিন শিড়্গার্থীদের প্রাণহানিও ঘটতে পারতো।  
বিদ্যালয় ব্যাবস'াপনা কমিটি সভাপতি এ্যাড. শামসুল হক অভিযোগ করে বলেন,  অসৎ উদ্দেশ্যে মডেল স্কুলের নাম পরিবর্তে অন্যস্কুলের নাম দেয়া হয়েছে। যারা এ কাজ করেছেন তারা নীতি বর্হিভুতভাবে করেছেন, অন্যায়ভাবে করেছেন।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিড়্গা কর্মকর্তা শামীম আহম্মেদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,  শিড়্গা অধিদপ্তরের পত্রের আলোকে মডেল স্কুলের নাম দেয়া হয়েছিল। কিন' আগের ডিপিও স্যার ( সম্প্রতি বদলি হয়ে যাওয়া) সে প্রসত্মাবনা নেন নি। নয়ানশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁকা যায়গা থাকার কারণে সেটিকে নির্বাচন করা হয়েছে। তিনি বলেন,  আমরা উর্দ্ধতন অফিসের অধিনে কাজ করি। তাই ডিপিও অফিসই এ বিষয়ে ভাল বলতে পারবে।
জেলা প্রাথমিক শিড়্গা অফিসার হিসেবে সদ্য যোগদান করা আব্দুস সাত্তার সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সাধারণত উপজেলা শিড়্গা অফিসের প্রসত্মাবনা সংশিস্নষ্ট অফিসে পাঠানো হয়ে থাকে। তিনি বলেন, এখন মডেল স্কুলের ঝুঁকিপূর্ণতার বিষয়টি সামনে চলে এসেছে। এ সংক্রানত্ম তথ্য আমরা সংশিস্নষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে উপস'াপন করছি।

Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com