সোনামসজিদ সীমান্তে বিজিবি-বিএসএফ সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে সোমবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)’র মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা সাড়ে ১২টার দিকে সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন বিজিবির সম্মেলন কেন্দ্রে এই সভা শুরু হয়। মধ্যহ্ন বিরতি দিয়ে বিকাল পর্যন্ত সভা চলা এই সভায় বিজিবির ১৯ সদস্যের দলের নেতৃত্ব দেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মিজানুর রহমান এবং বিএসএফের ১৮ সদস্যের দলের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের মালদা সেক্টরের ডিআইজি রাজ সিং রাথোড়। সভায় বিজিবির রাজশাহী সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর আব্দুল হান্নান খান, চাঁপাইনবাবগঞ্জস্থ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মনজুরুল আলম, নওগাঁ ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সালাউদ্দীন খালেদ এবং বিএসএফ’র ব্যাটালিয়ন কমান্ড্যান্টদের মধ্যে প্রেম সিং, এস এস দেবাস, টিএস নেগী উপস্থিত ছিলেন।
সভার চা বিরতিতে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে দুই বাহিনীর সেক্টর প্রধানরা জানান, এটি একটি নিয়মিত বৈঠক। সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধসহ সীমান্তে শৃঙ্খলা ও সৌহার্দ বজায় রাখার জন্যই এই বৈঠকের আয়োজন করা হয়।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com