সেচ প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন

মহানন্দা নদী থেকে পানি উত্তোলনের মাধ্যমে ইরি-বোরো মৌসুমে কৃষি কাজে সহায়তার লক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে ঘুঘুডিমা-খুতবাতলা ক্ষুদ্র সেচ প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের  তত্বাবধানে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ১হাজার ৮৫৪ মিটার দীর্ঘ এই সেচ প্রকল্পের উদ্বোধন করেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংসদ সদস্য অব্দুল ওদুদ বলেন, কৃষি উন্নয়নে বর্তমান সরকার সার, বীজ, কীটনাশকের মূল্য হ্রাস এবং সেচ সুবিধা বৃদ্ধি করায় দেশে খাদ্য উৎপাদন ব্যাপকহারে বেড়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শান্তনা হক সান্তা, গোবরাতলা ইউপি চেয়ারম্যান আরাফুল ইসলাম আজিজি, ঘুঘুডিমা-খুতবাতলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মুখলেসুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, এ্যাডভোকেট সৈয়দ শাহজামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় জানানো হয়, প্রকল্পটি বাস্তবায়নের পর বরেন্দ্র অঞ্চলে ভূ-গর্ভস্থ পানি ব্যবহার কমে আসবে এবং মহানন্দা নদীর পানি পাম্পের মাধ্যমে ক্যানেল দিয়ে জমিতে সরবরাহ করা হবে। এই প্রকল্পের আওতায় এলাকার প্রায় ৪’শ একর জমি চলতি ইরি বোরো মৌসুমে সেচ সুবাধা পাবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় ১কোটি ১লক্ষ ২৭হাজার ৪’শ ৫৬ টাকা ব্যয়ে ১ হাজার ৮৫৪ মিটার দীর্ঘ ঘুঘুডিমা-খুতবটতলা ক্যানেল নির্মাণে কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মার্ক ইন্টারন্যাশনাল।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com