গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ১১ বাংলাদেশিকে পুশইন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ১১ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশে প্রবেশের পর শনিবার সকাল ১০ টার দিকে তারা পুলিশের হাতে ধরা পড়েন।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল কবীর ও গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ জানান, আটক ১১ বাংলাদেশি ২০১১ সালের হিলি সীমান্ত দিয়ে ভারতে যায় এবং বিএসএফের হাতে ধরা পড়ে। পরে সে দেশের আইন অনুযায়ী বিচারে তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়। সাজাভোগ শেষে শুক্রবার রাতে তাদের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে পুশইন করা হয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
বিজিবি অধিনায়ক মাহমুদুল কবীর জানান, নিয়ম অনুযায়ী সাজাভোগ শেষে বিএসএফ বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করে। কিন্তু এেেত্র সেই নিয়ম মানা হয়নি। বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে এবং এ নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com