চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ্ উপজেলার রানিহাটি বাজারে একদল দূর্বত্তের স্বশস্ত্র হামালায় একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে আশংকা জনক অবস'ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স'ানীয়রা জানায়. রাত সাড়ে সাতটার দিকে রানিহাটি বাজারের ইজারাঘরে স্বশস্ত্র একদল দুর্বৃত্ত হামলা চালায়। দুর্বৃত্তরা ঘটনাস'লে কুপিয়ে কফিল উদ্দীন নামের একজনকে হত্যা করে। এ সময় দূর্বৃত্ততের এলোপাতাড়ি ককটেল হামলায় আহত হয় অনত্মত ২০ জন। আহতদের মধ্যে কফিল উদ্দীন চান্নু, ও মসিদুল হক বাবুকে আশংকজনক অবস'ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস'ল থেকে কফিল উদ্দীনের লাশ উদ্ধার করেছে। স'ানীয় সূত্র জানিয়েছে, নিহত কফিল উদ্দীন আওয়ামীলীগ সমর্থক। সাম্প্রতিক সময়ে আওয়ামীলীগে আসলেও কফিল দীর্ঘ বিএনপি নেতা আশরাফ চেয়ারম্যানের হয়ে কাজ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মেদ জানিয়েছেন, হাটের ইজারা ও এলাকায় আধিপত্য বিসত্মারকে কেন্দ্র করে এ সন্ত্রাসী হামলা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এলাকায় আত্মংক বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স'ানীয়রা জানায়. রাত সাড়ে সাতটার দিকে রানিহাটি বাজারের ইজারাঘরে স্বশস্ত্র একদল দুর্বৃত্ত হামলা চালায়। দুর্বৃত্তরা ঘটনাস'লে কুপিয়ে কফিল উদ্দীন নামের একজনকে হত্যা করে। এ সময় দূর্বৃত্ততের এলোপাতাড়ি ককটেল হামলায় আহত হয় অনত্মত ২০ জন। আহতদের মধ্যে কফিল উদ্দীন চান্নু, ও মসিদুল হক বাবুকে আশংকজনক অবস'ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস'ল থেকে কফিল উদ্দীনের লাশ উদ্ধার করেছে। স'ানীয় সূত্র জানিয়েছে, নিহত কফিল উদ্দীন আওয়ামীলীগ সমর্থক। সাম্প্রতিক সময়ে আওয়ামীলীগে আসলেও কফিল দীর্ঘ বিএনপি নেতা আশরাফ চেয়ারম্যানের হয়ে কাজ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মেদ জানিয়েছেন, হাটের ইজারা ও এলাকায় আধিপত্য বিসত্মারকে কেন্দ্র করে এ সন্ত্রাসী হামলা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এলাকায় আত্মংক বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন