১৮ দলের অবরোধে মহাসড়কে ব্যারিকেড

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখান করে ১৮ দলের ডাকা  ৭১ ঘন্টার সড়ক-রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসুচির তৃতীয় দিনে সকালে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর উপর গাছের ডাল ফেলে এবং আগুন জ্বালিয়ে ব্যারিকেড দেয় অবরোধকারীরা ।
এ দিকে শহরের পিটিআই মোড়ে রাস্তায় ইট ফেলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছু অবরোধকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে মহাসড়ক থেকে ব্যারিকেপ সরিয়ে ফেলা হয়।
অবরোধের কারণে দুরপাল্লার ভারি যান চলাচল বন্ধ থাকলেও ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে পণ্যবাহী কোন ট্রাক প্রবেশ করেনি। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বুধাবার রাতে শহরের পিটিআই মোড়ে শিবগঞ্জ থেকে আসা একটি খড়বাহী একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com