আগামী ২০১৬ সালের মধ্যেই রূপকল্প বাস্তবায়ন প্রত্যাশা

ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক সরদার সরাফত আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে ২০২১ লাগবেনা। ২০১৫ বা ২০১৬ সালের মধ্যেই বাস্তবায়ন হয়ে যাবে। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্প আয়োজিত এই সভায় তিনি এ কথা বলেন।
সভায় বক্তারা বলেন, সরকার মাত্র ৩ বছর পূর্বে এই সেবার উদ্যোগ নেয়ায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও ই-সেবার মাধ্যমে জন্মনিবন্ধন, বিদেশে চাকুরীর জন্য সরকারীভাবে রেজিষ্ট্রেশন, ভূমি সংক্রান্ত সকল তথ্য, ঘরে বসেই বিভিন্ন কর পরিশোধসহ বিভিন্ন সুবিধা পাচ্ছে মানুষ।
সদর উপজেলা ড. চিত্রলেখা নাজনীন সভায় জানান, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে কাজ করে উদ্যোক্তারা এবছর সদর উপজেলায় ৬ লক্ষাধিক টাকা উপার্জন করে কর্মস্থানের সুযোগ সৃষ্টি করেছেন শিক্ষিত বেকার যুবক ও যুবতিরা।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. কামরুজ্জামান সেলিম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. চিত্রলেখা নাজনীন, রাণীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুরুল হুদা, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সচিব মুকুল হোসেন, চর অনুপনগর ইউনিয়নের উদ্যোক্তা মাহমুদা খাতুন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা আজমল হোসেন প্রমুখ।
সভায় বিভিন্ন ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তরা সেবা কেন্দ্রে গুলোর ফটোকপি ও প্রিন্টার মেশিন নষ্ট থাকার বিষয়টি উপস্থাপন করলে জেলা তাদের নতুন ফটোকপি ও প্রিন্টর মেশিন প্রদানের ঘোষণা দেয়া হয়। সদর উপজেলার চরাঞ্জলের ৭টি ইউনিয়নের নেটওয়ার্ক সুবিধার জন্য যে কোন কোম্পানীর টাওয়ার স্থানের কথাও ঘোষণা দেয়া হয়।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com