শিবগঞ্জে শিশুরা স্মরণ করল জাতীয় চার নেতাকে

শফিকুল ইসলাম: শিবগঞ্জের নিভৃত একটি পল্লী গাঁয়ের শতাধিক শিশু কিশোর অভিনব কায়দায় জেল হত্যা দিবস পালনের মধ্য দিয়ে ূস্মরন করল  জার্তীয় চার নেতাকে।
গতকাল ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের নবম শ্রেনীতে পড়–য়া সাংবাদিক পুত্র শামসুল হক  ড্যানির উদ্যোগে  ৬ থেকে ১৪ বছরের শতাধিক শিশু ও কিশোর জন প্রতি ১০ টাকা করে চাঁদা দিয়ে নিজ বাড়ির উঠানে জরাজীর্ন পরিবেশেূ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে।
চার পর্বে বিভক্ত  কর্মসূচীর মধ্যে ছিল   জাতীয় ও  শোক পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, র‌্যালী, কুইজ ও রচনা প্রতিযোগিত াআলোচনা সভা, পুরস্কার বিতরনী।
মুক্তিযোদ্ধা মোহাঃ আনেসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির ভাষনে  মনাকষা ইউপির প্রথম নির্বাচিত মহিলা সদস্যা  মোসাঃ মানজুরা বেগম টুকন বলেন এখন থেকে আমাদের শিশু ওকিশোর সন্তানদের সচেতন করে গড়ে তুলতে হবে, যাতে স্বাধীনতা বিরোধী চক্র ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়ের মতে নরহত্যা নারী ধর্ষন, ৭৫সালের ১৫ আগষ্ট ও ৩  নভেম্বরের মত  কোন ঘটনা ঘটাতে না পারে এবং বর্তমান সময়ের মত হরতাল ও বিােভের অজুহাতে মানুষ হত্যা , নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। কিশোর বক্তা শামসুল হক ড্যানি বলে ১৯৭৫সালে ৩ নভেম্বরে জেল হত্যার  মধ্য দিয়ে যে নেতৃত্ব   শুন্য করেছে তা আমাদেরকে অচিরেই পুরন করতে হবে।ূ
     বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারী কলেজের সাবেক ভিপি ফাইজুদ্দিন আহমেদ,এলাকায় নারী শিার অগ্রদূত ও বেগম রোকিয়ার অনুসারী মোসাঃ কমলা বেগম, দীর্ঘ ৩৫ বছরের দৈনিক ইত্তেফাকের পাঠক গামছাওয়ালা সহকারী অধ্যাপক মোহাঃ তরিকুল আলম , শিবগঞ্জ প্রেস কাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের শিবগঞ্জ সংবাদদাতা ে মাহাঃ সফিকুল ইসলাম,  ও কৃষক মোহাঃ জুন্নুর রহমান প্রমুখ
শিশুদের মধ্যে বক্তব্য রাখে, সপ্তম শ্রেনীর ছাত্র মোহাঃ সেলিম, অষ্টম ে শ্রণীর ছাত্রী সুমা, মুক্তারা প্রমুখ।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com