বিআরটিসির বাসে আগুন॥ বিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণ ॥ দুই পুলিশ আহত

জামায়াতের হরতালে বুধবার চাঁপাইনবাবগঞ্জের গোমস-াপুরের রহনপুরে কলেজ মোড় এলাকায় হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় হরতালকারীদের ছোড়া পাথরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়। পুলিশও ১০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে হরতাল কারীদের ছত্রভঙ্গ করে দেয়। গোমস-াপুর থানার ওসি ফিরোজ আহম্মেদ জানান সকাল ৮টার দিকে দ্বায়িত্ব পালন কালে এস আই রইস ও কনেস্টবল শিব প্রশাদ হরতালকারীদের ছোড়া পাথরে আহত হন। এই সময় পুলিশ আব্দুল হাদী, আনারম্নল ইসলাম ও বশির উদ্দিন নামে তিন পিকেটারকে গ্রেফতার করে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর এলাকায় হরতালকারীরা মহাসড়কে গর্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এছাড়া মহাসড়কের বিভিন্ন স'ানে মহাসড়কের পাশের বড় বড় গাছ কেটে ফেলে ব্যারিকেড দেয় হরতালকারীরা। এদিকে জেলা শহরের পিটিআই এলাকায় সাকালে বিক্ষিপ্তভাবে বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত শিবির কর্মীরা।
এদিকে জেলার ভোলাহাট উপজেলার মেডিকেল মোড়ে মঙ্গলবার মধ্য রাতে দূবৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় পাকিং করা একটি বিআরটির বাস পুড়ে গেছে। এই নিয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ এস.এম আবু ফরহাদ জানান বিআরটিসির বাসে আগুন দেয়ার ঘটনায় জড়িতদের খুজে বের করার চেষ্টা চলছে । হরতাল ও অবরোধে দূরপালস্নার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল করছে। অন্যদিকে সোনামসজিদ স'লবন্দর কার্যত অচল হয়ে পড়েছে।

Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com