জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর গ্রাম থেকে ৪ টি বিদেশী পিস্তল, ৭টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫।
আটককৃতরা হলো শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ গ্রামের সেকেন্দার বিশ্বাসের ছেলে মাহেদুল ইসলাম (৩০), মোরশেদ আলীর ছেলে সোবহান আলী (২৮), খাসেরহাট গ্রামের জেম আলীর ছেলে, মিলন আলী (২২)।
বিকালে ডা. আ আ ম মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়ামে র্যাব-৫’র অস্থায়ি ক্যাম্পে আকটকৃতদেরকে গণমাধ্যম কর্মীদের সমানে হাজির করা হয়। এ সময় র্যাব-৫’র অধিনায়ক লে.কর্ণেল আনোয়ার লতিফ খান জানান, বুধবার দুপুরে র্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রশিকনগর গ্রামে একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে অস্ত্র বেচা কেনার সময় ৪টি বিদেশী পিস্তল, ৭টি ম্যাগজিন ও ২৪ রাউন্ডগুলিসহ মাহেদুল ইসলাম, সোবহান আলী, মিলন আলীকে আটক করা হয়। আটককৃতরা অস্ত্র ব্যবসায়ি বলে তিনি জানান। আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটককৃতরা হলো শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ গ্রামের সেকেন্দার বিশ্বাসের ছেলে মাহেদুল ইসলাম (৩০), মোরশেদ আলীর ছেলে সোবহান আলী (২৮), খাসেরহাট গ্রামের জেম আলীর ছেলে, মিলন আলী (২২)।
বিকালে ডা. আ আ ম মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়ামে র্যাব-৫’র অস্থায়ি ক্যাম্পে আকটকৃতদেরকে গণমাধ্যম কর্মীদের সমানে হাজির করা হয়। এ সময় র্যাব-৫’র অধিনায়ক লে.কর্ণেল আনোয়ার লতিফ খান জানান, বুধবার দুপুরে র্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রশিকনগর গ্রামে একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে অস্ত্র বেচা কেনার সময় ৪টি বিদেশী পিস্তল, ৭টি ম্যাগজিন ও ২৪ রাউন্ডগুলিসহ মাহেদুল ইসলাম, সোবহান আলী, মিলন আলীকে আটক করা হয়। আটককৃতরা অস্ত্র ব্যবসায়ি বলে তিনি জানান। আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন