বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠি অধিকার আন্দোলন জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে বিশ্ব মানবিক মর্যাদা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির সদস্যরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা ও সমাজসেবক ইসরাইল সেন্টুু, উপদেষ্টা সাজেমান মন্ডল, সংগঠনের সভাপতি বক্ষ্্রনাথ ঠাকুর, শাহজালাল শাহীন প্রমুখ। জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে উপয্ক্তু আইন প্রনোয়ন করার দাবি জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির প্রায় ৫৫ লাখ মানুষ শিক্ষা, স্বাস্থ্য, কাজ ও বাসস্থানসহ সকল অধিকার থেকে বৈষম্যের শিকার । তাদের বৈষম্যহীন জীবনের অধিকার বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন