এটিএম ফজলে কবিরের চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে ককটেল হামলা

চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রামে বিচারপতি এটিএম ফজলে কবিরের বাড়িতে ককটেল হামলা করেছে দূবৃত্তরা।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন জানান যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তজার্তিক অপরাধ
তিনি আরো জানান গত ২৮ ফেব্র“য়ারী দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পর থেকে  বাড়িটির নিরাপত্তায় পুলিশি পহরা বসানো হয়েছিল। হামলার সময় বাড়ির দুইটি কে ৬ জন পুলিশ সদস্যরা অবস্থান করছিল। কিন্তু পুলিশ সদস্যরা কিছু বুঝে উঠার আগেই হামলাকারীরা পরপর তিনটি ককটেল বাড়িতে ছুড়ে পাড়ে ও একটি বাড়ির সামনের রাস্তার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান বাড়িটিতে পুলিশ সদস্যরা ছাড়া তেমন কেউ থাকত না । এটিএম ফজলে কবিরের ভাই গোলাম কবির বাড়িটির দেখভাল করতেন।
এদিকে বৃহস্পতিবার জেলা প্রশাসক সরদার সরাফত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই সময় তিনি হামলার সাথে জড়িতদের খুজে বের করে দ্রুততম সময়ে গ্রেফতারের নির্দেশ দেন। এই নিয়ে পুলিশ সুপার  বসির আহম্মেদ জানান আমরা দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা করছি । তিনি আরো জানান বিচারপতির বাড়িটিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।
ট্রাইব্যুনাল- ১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের বাড়িতে বুধবার রাত ১টার দিকে দূবৃত্তরা ককটেল ছুড়ে মারে। এতে কেউ হতাহত না হলেও দুটি করে জানালা তিগ্রস্থ হয়েছে।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com