শিবতলায় আ.লীগ কর্মীকে কুপিয়েছে দূর্বৃত্তরা ॥ আহত তার স্ত্রীও

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলায় সোমবার রাতে এক আওয়ামীগ কর্মীকে কুপিয়ে আহত করেছে মুখোশধারী দূর্বৃত্তরা। এসময় ককটেল হামলায় গুরম্নতর হয়েছে আহত আওয়ামীলীগ কর্মীর স্ত্রী ও তার বাড়ীর ভাড়াটিয়া অপর এক মহিলা।
আহতরা হলেন, শিবতলা প-িতপাড়া ইউসুফ বিশ্বাসের ছেলে স'ানীয় আওয়ামী লীগ কর্মী আব্দুল বারী জেম (৪৫), তার স্ত্রী মাহমুদা বেগম (৩৫) ও বাড়ীর নীচ তলার ভাড়াটে পপি বেগম ২৪।
আহতর পারিবারিক ও স'ানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে আহত জেম বাড়ীর কাছে একটি চায়ের দোকানে বন্ধুদের সাথে বসে গল্প করছিল। এ সময় কয়েকজন দূর্বৃত্ত জেম এর উপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে আহত করে। দূর্বৃত্তদের হামলায় আহত জেম চিৎকার করে দ্রম্নত বাড়ি দিকে গেলে দৌড় দিলে বাড়ীর দরজা খুলে বেড়িয়ে আসে তার স্ত্রী মাহমুদা ও ভাড়াটিয়া পপি। এসময় দরজার সামনে দাঁড়ানো জেম এর স্ত্রী ও মাহমুদা ও ভাড়াটিয়া পপিকে লড়্গ্য করে ককটেল বিষ্ফোণ ঘটায় দৃর্বত্তরা। এতে গুরম্নতর আহত হয় মাহমুদা ও পপি। পরে স'ানীয় লোকজন আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে অবস'ার অবনতি ঘটলে জেম ও মাহমুদা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com