প্রধানমন্ত্রী সফর নিয়ে প্রস্তুতি সভায় আওয়ামীলীগের দু’পক্ষের হাতাহাতি

চাঁপাইনবাবগঞ্জনিউজ, ২৭ মার্চ ২০১১:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চাঁপাইনবাবগঞ্জ সফরকে নিযে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে রোববার অনুষ্ঠিত প্রস্তুতি সভায় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সভায় উপস্থিত বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হকের সামনেই এই ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে ৩টি উন্নয়ন কর্মসূচি’র উদ্বোধন করতে শীগ্রই চাঁপাইনবাবগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তিনি সরকারি কলেজ মাঠে দলীয় জনসভাতেও প্রধান অতিথির বক্তব্য রাখবেন। দলীয় সভানেত্রীর কর্মসূচি সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য রোববার সকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুদ্দীন মণ্ডল দলীয় কার্যালয়ে এক সভার আহবান করেন। সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামূল হকসহ বিভিন্ন উপজেলা আওয়ামীলীগ ও  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সূত্রটি জানিয়েছে, সভায় প্রতিমন্ত্রী এনামূল হক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুদ্দীন মণ্ডল, সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ্ব বক্তব্য রাখার পর আলোচনার এক পর্যায়ে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শনিবার দলীয় কার্যালয়ে যে সভা করে তা নিয়ে প্রশ্ন তোলা হয়। এনিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতহাতির ঘটনা ঘটে। মুলত হাতাহাতি হয় জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লালু ও সদস্য আয়াত আলীর সঙ্গে। এতে আনোয়ার হোসেন লালু  লাঞ্ছিত হয়। 
এব্যাপারে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মইনুদ্দীন মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, একেবারেই দলীয় ঘটনা এটি। দলে বিভিন্ন মানসিকতার লোকজন থাকে। তাদের মধ্যেই একটু-আধটু কথা কাটাকাটি হয়েছে।
উল্লেখ্য দলীয় সূত্রগুলো জানিয়েছে, সরকারি কলেজ মাঠের দলীয় জনসভা কে আয়োজন করেবে, জেলা আওয়ামীলীগ নাকি সদর উপজেলা আওয়ামীলীগ তা নিয়ে ক’দিন ধরে দলের অভ্যান্তরে স্নায়ুযুদ্ধ চলে আসছে। এর জের ধরে শনিবার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম দলীয় কার্যালয়ে সংগঠনের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ্বের সঙ্গে সভা করেন। ওই সভায় উপস্থিত ছিলেন সদর আসনের এমপি আব্দুল ওদুদ। তবে, রোববারের মইনুদ্দীন মণ্ডল আহুত সভায় তিনি ছিলেন অনুপস্থিত।

পোষ্ট/অলক/চাঁপাই
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com