নিউজ’র চার অক্ষর এন, ই, ডাব্লিউ, এস হচ্ছে চারদিক তথা নর্থ, ইষ্ট, ওয়েষ্ট এবং সাউথের অদ্যক্ষর। এ থেকে সহজেই অনুমান করা যায় নিউজ বা সংবাদের সংজ্ঞা কী হবে। তারপরও বলছি, মিডিয়া গবেষকরা সহজভাবে সংবাদের সংজ্ঞা নিরূপন করেছেন এভাবে ‘আমাদের চারদিকে যা কিছু ঘটে তাই সংবাদ।’ তাহলে সকাল থেকে দুপুর, বিকাল গড়িয়ে সন্ধ্যা এমনকি পুরো রাতে যা কিছু ঘটে তার সবই প্রকাশ বা প্রচার করতে হবে সংবাদমাধ্যমে! কিন্তু সত্যিকার অর্থেই কি তা সংবাদমাধ্যমে প্রকাশ পায়, অবশ্য সেটা সম্ভবও নয়। জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় তিনভাগে ভাগ করা হয়েছে দেশের সংবাদপত্রকে। যে সংবাদপত্র ঢাকা থেকে প্রকাশিত হয়ে দেশের সকল জেলা উপজেলার পাঠকের হাতে যায়, সেই জাতীয় সংবাদপত্রে নিজ জেলার সংবাদ খুঁজে পাওয়া খুব একটা সহজ নয়। জেলা কিংবা উপজেলা থেকে পাঠানো সংবাদ জাতীয় পত্রিকার বার্তাকক্ষ পর্যন্ত যায় বৈকি কিন্তু ‘নিউজ ভ্যালু’ নেই এমন অজুহাতে সেই সংবাদ পত্রিকার পাতায় ছাপা হয় না। ফলে নিজ জেলার খবর পেতে অপেক্ষয়মান বাইরে থাকা মানুষগুলো প্রতিনিয়তই হতাশ হচ্ছেন। আমরা প্রথমত সেই হতাশা দুর করতে চাই। যারা দেশের বিভিন্ন স্থানে এমনকি দেশের বাইরে থেকে চাঁপাইনবাবগঞ্জের সংবাদ খুঁজে ফেরেন সংবাদ মাধ্যমে আমরা তাদের ‘সংবাদ তৃষ্ণা’ মেটাতে চাই। জেলার আনাচে-কানাচে ঘটে যাওয়া প্রতিদিনের সংবাদ প্রকাশ করতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ ডটকমে।
আমরা মনে করি, জেলা সদরে ঘটে যাওয়া সংবাদ যেমন গুরুত্বপূর্ণ তেমনি জেলার সবচেয়ে দুরে প্রত্যন্ত কোনো গ্রামের ঘটনাও সমান গুরুত্বপূর্ণ আমাদের কাছে। সেই সংবাদও আমরা গুরুত্বসহকারে প্রকাশ করব এ নিশ্চয়তা অকপটে দিতে পারি। থাকবে সংবাদের পেছনের সংবাদ, সুচিন্তিত মতামত-বিশ্লেষণ। বোধকরি, এর সবকিছুই পাঠকের চাহিদা মেটাতে সক্ষম হবে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে সংবাদ ও তথ্য ভিত্তিক একটি পূর্নাঙ্গ ওয়েব সাইট পরিচালনা করা অত্যন্ত দূরহ ব্যাপার। তবুও অসাধ্য সাধনের দূরন্ত সাহস নিয়ে আমরা শুরু করেছি পথচলা। আশা করি, এই পথচলায় আপনাদের সার্বিক সহযোগিতা পাব। পাব- বিভিন্ন মতামত ও পরামর্শও। চাঁপাইনবাবগঞ্জনিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচছা।
আমরা মনে করি, জেলা সদরে ঘটে যাওয়া সংবাদ যেমন গুরুত্বপূর্ণ তেমনি জেলার সবচেয়ে দুরে প্রত্যন্ত কোনো গ্রামের ঘটনাও সমান গুরুত্বপূর্ণ আমাদের কাছে। সেই সংবাদও আমরা গুরুত্বসহকারে প্রকাশ করব এ নিশ্চয়তা অকপটে দিতে পারি। থাকবে সংবাদের পেছনের সংবাদ, সুচিন্তিত মতামত-বিশ্লেষণ। বোধকরি, এর সবকিছুই পাঠকের চাহিদা মেটাতে সক্ষম হবে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে সংবাদ ও তথ্য ভিত্তিক একটি পূর্নাঙ্গ ওয়েব সাইট পরিচালনা করা অত্যন্ত দূরহ ব্যাপার। তবুও অসাধ্য সাধনের দূরন্ত সাহস নিয়ে আমরা শুরু করেছি পথচলা। আশা করি, এই পথচলায় আপনাদের সার্বিক সহযোগিতা পাব। পাব- বিভিন্ন মতামত ও পরামর্শও। চাঁপাইনবাবগঞ্জনিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচছা।
‡cvó/dqmvj/PuvcvB
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন