নাচোল

আয়তন   
২৮৩.৬৮ বঃ কিঃ মিঃ
জনসংখ্যা   
১,৩২,৩০৮ জন
ঘনত্ব   
৪৬৬.৪০ জন (প্রতি বর্গ কিলোমিটারে)
নির্বাচনী এলাকা   
৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২
খানা/ইউনিয়ন   
খানা- ২৫,৯১২ টি, ইউনিয়ন- ০৪ টি
মৌজা   
২০১ টি
সরকারী হাসপাতাল
০১ টি
স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক   
০৩ টি / ১৫ টি
পোষ্ট অফিস
০৭ টি
হাটবাজার   
২০ টি
ব্যাংক   
০৩ টি
 উপজেলা পটভূমি       
তিনটি অক্ষরের অপূর্ব সমন্বয়ে সৃষ্টি এই নাচোল শব্দটি। ঠিক কখন থেকে এ এলাকার নাম নাচোল হয়েছিল তার সঠিক কোন তথ্য জানা সম্ভব হয়নি। তবে অনুমান করা হচ্ছে যে, আজ থেকে প্রায় দুইশত বছরের বেশী সময় আগে ১৭৯৩ সালে লর্ড হেস্টিংসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় এ এলাকা নাচোল নামকরণ হয়েছিল। এর বাস্তবতা পাওয়া যায় ১৮১৩ সালে যে মালদহ জেলা গঠিত হয়। তার থানার তালিকায় নাচোলের নাম অন্তর্ভূক্ত দেখে। এছাড়া ‘মালদহ জেলার ইতিকথা’ বইয়ে নাচোল নামরণের যে সামান্য বিবরণ আছে তা হল হিন্দু ও আদিবাসী সাঁওতাল অধ্যুষিত এই এলাকায় প্রায়ই নাচের আসর বসত, জমিদারেরা তাদের নিজের ও পার্শ্ববর্তী জমিদারদের আমন্ত্রণ করে মনোরঞ্জনের জন্য নাচের জলসার আয়োজন করত। আর এতে অংশ গ্রহণের জন্য বিভিন্ন গ্রামে সাড়া পড়ে যেত। দল বেধেঁ সাঁওতাল রমনীরা ছুটে আসতো থানা ও ডাকবাংলো এলাকায়। এই নাচে চল শব্দ থেকেই নাকি প্রথমে নাচ্চল এবং ক্রমান্বয়ে ‘‘নাচোল’’ নামকরণের উৎপত্তি। সে যাই হোক ১৯৪৭ সালের ১৪ ইং আগস্ট দেশ বিভাগের ১ দিন পর নাচোল রাজশাহীর জেলার অন্তর্ভুক্ত হয়। ১৯৮৩ সালের ৭ নভেম্বর নাচোল থানা উপজেলায় উন্নীত হয় এবং ১৯৮৪ সালের ২৪ মার্চ নাচোল উপজলা নবগঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্ভূক্ত হয়
ভৌগলিক অবস্থান   
নাচোল উপজেলা চাঁপাইনবাবগঞ্জ জেলার উত্তর পূর্বাংশে অবস্থিত। এ উপজেলার উত্তরে গোমস্তাপুর ও নওগাঁ জেলার নিয়ামতপুর, পূর্বে নওগাঁ জেলার নিয়ামতপুর ও রাজশাহী জেলার তানোর, দক্ষিণে রাজশাহী জেলার তানোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা এবং পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলা দ্বারা বেস্টিত।

পোষ্ট/ সৌজন্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য বাতায়ন
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com