ভোলাহাট

আয়তন   
১২৩.৫২ বঃ কিঃ মিঃ
জনসংখ্যা   
৯২,১৪৯ জন
নির্বাচনী এলাকা   
৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২
খানা/ইউনিয়ন   
০৪ টি
মৌজা   
৪৫ টি
সরকারী হাসপাতাল   
০১ টি
স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক   
০১ টি
নদ-নদী
মহানন্দা
হাটবাজার   
১৩ টি
 উপজেলা পটভূমি
জনশ্রুতি অনুযায়ী ইসলাম প্রচারের জন্য হযরত শাহ্ ভোলা নামে জনৈক ধর্ম প্রচারক হিন্দু প্রধান এ এলাকায় আগমনপূর্বক বহু বিধর্মীকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দেন। তার নামানুসারে ভোলাহাট নামকরণ করা হয়। বাংলার প্রাচীন জনপদ ভোলাহাট। দেশের উত্তর অঞ্চলের সর্ব পশ্চিমে ৪ টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। পশ্চিমে ভারতের মালদহ জেলার ইংরেজ বাজার থানা। উত্তরে পুরাতন মালদহ থানা। পূর্বে একই জেলার হাবিবপুর থানা। দক্ষিণে শিবগঞ্জ উপজেলা এবং পূর্ব দক্ষিণে গোমস্তাপুর উপজেলা।

পোষ্ট/ সৌজন্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য বাতায়ন
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com