শিবগঞ্জ

আয়তন
৫২৫.৪৩ বর্গ কিঃ মিঃ
জনসংখ্যা  
৫,০৮,০৯২ জন
নির্বাচনী এলাকা  
৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১
খানা/ইউনিয়ন  
১৫ টি
মৌজা  
২০০ টি
সরকারী হাসপাতাল  
০২ টি
স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক  
১১ টি
নদ-নদী  
পদ্মা, মহানন্দা ও পাগলা
হাটবাজার  
২১ টি
 উল্লেখযোগ্য স্থান বা স্থাপনা  
ছোট সোনামসজিদঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার পশ্চিম সীমান্তে শিবগঞ্জ উপজেলার ফিরোজপুর মৌজাস্থ ছোট সোনামসজিদটি সুলতানী আমলের স্থাপত্যকীর্তিগুলোর মধ্যে শিল্পভাস্কর্যের অন্যতম নিদর্শন। এর কারুকার্য অপরূপ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে ৮৯৯ হতে ৯২৫ হিজরীর মধ্যে ছোট সোনামসজিদ প্রতিষ্ঠিত হয়।
শাহ নেয়ামতুল্লাহ (রাঃ) এর মাজার ও তোহাখানা মসজিদঃ
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে (গৌড়ের পূর্বাঞ্চলে) ইসলাম বিস্তৃতির দায়িত্ব যাঁরা বহন করেছিলেন তাঁদের মধ্যে স্বনামেখ্যাত সাধক হযরত শাহ সৈয়দ নেয়ামতুল্লাহ (রাঃ) অন্যতম। সুলতান শাহ সুজার রাজত্বকালে (১৬৩৯-১৬৬০) তিনি ধর্ম প্রচারের উদ্দেশ্যে এতদঞ্চলে আসেন এবং দীর্ঘদিন এতদঞ্চলে তিনি সুনামের সঙ্গে ইসলাম প্রচার করে ১৬৩৯ খ্রিঃ শিবগঞ্জ উপজেলার ফিরোজপুরেই সমাধিসহ হন। শাহ নেয়ামতুল্লাহ (রাঃ) প্রতিষ্ঠিত নিজ সমাধি সংলগ্ণ তিন গম্বুজ জুম্মা মসজিদটি মোগল যুগের একটি বিশিষ্ট কীর্তি। এই মসজিদ সংলগ্ন দক্ষিন পার্শ্বে প্রতিষ্ঠিত দ্বিতল ইমারতটি ‘তোহাখানা’ নামে প্রতিষ্ঠিত।

পোষ্ট/সৌজন্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য বাতায়ন
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com