চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা

আয়তন
৪৫১.৮০ বর্গ কিলোমিটার
জনসংখ্যা
৪,৫২,৬৫০ জন (২০০১ সালের আদম শুমারী অনুযায়ী)
ঘনত্ব
১০০২ জন
নির্বাচনী এলাকা
৪৫ চাঁপাইনবাবগঞ্জ ৩
খানা/ইউনিয়ন 
খানা ৮৭০৭২, ইউনিয়ন ১৪টি
মৌজা   
২৩৫টি
সরকারী হাসপাতাল 
১টি
স্বাসহ্য কেন্দ্র/ক্লিনিক
১৪টি
পোষ্ট অফিস   
১৫টি
নদ-নদী  
৩টি । পদ্মা, মহানন্দা ও পাগলা
হাট-বাজার  
ইউনিয়নে ১৮, পৌরসভায় ৮টি, সর্বমোট ২৬টি
ব্যাংক   
১৩ ব্যাংকের ১৭টি শাখা
২। উপজেলা পটভূমি   
উপজেলার নামকরণ কিভাবে হলো
উপজেলার নামকরণ জেলার নামকরণের ন্যায়
উপজেলার ভৌগোলিক অবসহান  
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উত্তরে-- নাচোল ও শিবগঞ্জ উপজেলা, দক্ষিণে-- ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে-- রাজশাহী জেলার তানোর ও গোদাগাড়ী উপজেলা ও পশ্চিমে-- শিবগঞ্জ উপজেলা।
বর্তমান উপজেলার ইতিহাস
চাঁপাইনবাবগঞ্জ সদর ১৮৯৯ সালে থানা এবং ১৯৮৪ সালে উপজেলায় রদপামতরিত হয়। উপজেলায় ১৪টি ইউনিয়ন, ২৩৫টি মৌজা, ১৯২টি গ্রাম এবং ১৫টি ওয়ার্ড বিশিষ্ট একটি পৌরসভা (সহাপিত ১৯০৩) রয়েছে।

উপজেলার সার্বিক তথ্যাদি
আবহাওয়াঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আবহাওয়া চরম ভাবাপন্ন। গ্রীষ্মের সময় প্রচন্ড গরম এবং শীতের সময় এখানে প্রচন্ড শীত অনুভূত হয়। উপজেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮০ সে:, সর্বনিমণ ১১.২০ সে:। বার্ষিক মোট বৃষ্টিপাত ১৮৬২ মি:মি:।
শিক্ষার হারঃ উপজেলার শিক্ষার হার- ২৭.৩১% । পুরতষ- ৩১.৭% এবং মহিলা- ২৫.৫% ।
জীবিকাঃ কৃষি কাজ--২৭.৪৩%, কৃষি শ্রমিক--১৯.৮৭%, অকৃষি শ্রমিক--৬.৪৬%, ব্যবসা--১৮.৬৯%, চাকুরী--৬.২৪%, নির্মাণ--৫.৭৭%, শিল্প--১.৫২%, পরিবহণ--১.৮% এবং অন্যান্য ১২.২২% ।
উপজেলার প্রধান প্রধান শিল্প কারখানাঃ ১) ম্যাঙ্গো পাল্প, ২) ফুড প্রসেসিং।
প্রধান প্রধান কৃষি ফসলঃ ধান, মাষকলাই, গম, আখ ।
ফলঃ আম, কাঁঠাল, লিচু, পেঁপেঁ, কুল, পেয়ারা।
কুটির ও হসতশিল্পঃ নকশীকাঁথা, তামা, কাঁসা, পিতল, মৃৎ শিল্প, কম্বল শিল্প, বিড়ি, বাঁশের কাজ ইত্যাদি ।
সংস্কৃতিঃ চাঁপাইনবাবগঞ্জ সংস্কৃতি সমৃদ্ধ উপজেলা। এখানকার ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যে সর্বাগ্রে গম্ভীরা গানের কথা উল্লেখ করতে হয়। এই গান আজ উপজেলার গন্ডি অতিত্রুম করে জাতীয় ও আমতর্জাতিক পর্যায়ে পরিচিতি পেয়েছে। এছাড়া আলকাপ গান, মেয়েলি গীত, সারির নৌকার গান বেশ জনপ্রিয়।
৩। উপজেলার মানচিত্র
৪। উল্লেখযোগ্য সহান বা সহাপনা  
১) চাঁপাই জামে মসজিদ ২) মাঝপাড়া জামে মসজিদ ৩) হযরত বুলন্দ শাহ (রঃ) মাজার ৪) বাবুডাইং পিকনিক কর্নার ৫) জোড়ামঠ

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কার্যত্রুম ও সার্ভিস চার্টার   
ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কার্যত্রুম তদারকি
উপজেলা পর্যায়ের অফিসসমূহের কার্যত্রুম তদারকি
দুর্যোগকালীন ত্রাণ কার্যত্রুম তদারকি
উপজেলা ভূমি রাজস্ব অাদায় কার্যত্রুম তদারকি



পোষ্ট/সৌজন্যে চাঁপাইনবাবগঞ্জ তথ্য বাতায়ন
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com