চাঁপাইনবাবগঞ্জনিউজ, ১৩ এপ্রিল ২০১১:
গত কয়েক বছর ধরে নিয়মিতভাবেই বাংলা বর্ষবরণ অর্থাৎ পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন আয়োজন করে আসছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। এবারও তার ব্যতিক্রম হয়নি। জেলা প্রশাসনের উদ্যোগে মোঙ্গলশোভাযাত্রা, বৈশাখী মেলার পাশাপাশি আয়োজন করা হয়েছে পান্তা ইলিশ খাওয়ারও। এবারের পান্তা-ইলিশ আয়োজনের একটি অন্যতম বিশেষত্ব হচ্ছে আমন্ত্রনপত্র। কারণ এবছর পান্তা-ইলিশের আমন্ত্রন জানানো হয়েছে বটপাতায় লিখে। বটপাতার এই আমন্ত্রনপত্র দৃষ্টি কেড়েছে অনেকেরই। চওড়া বটা পাতার এক দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম। অন্যদিকে সোনালী রঙের হরফে জেলা প্রশাসক কে এম আলী আজমের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি পান্তা-ইলিশের আমন্ত্রন জানানো হয়েছে।
পোষ্ট/ফয়সাল/চাঁপাই
গত কয়েক বছর ধরে নিয়মিতভাবেই বাংলা বর্ষবরণ অর্থাৎ পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন আয়োজন করে আসছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। এবারও তার ব্যতিক্রম হয়নি। জেলা প্রশাসনের উদ্যোগে মোঙ্গলশোভাযাত্রা, বৈশাখী মেলার পাশাপাশি আয়োজন করা হয়েছে পান্তা ইলিশ খাওয়ারও। এবারের পান্তা-ইলিশ আয়োজনের একটি অন্যতম বিশেষত্ব হচ্ছে আমন্ত্রনপত্র। কারণ এবছর পান্তা-ইলিশের আমন্ত্রন জানানো হয়েছে বটপাতায় লিখে। বটপাতার এই আমন্ত্রনপত্র দৃষ্টি কেড়েছে অনেকেরই। চওড়া বটা পাতার এক দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম। অন্যদিকে সোনালী রঙের হরফে জেলা প্রশাসক কে এম আলী আজমের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি পান্তা-ইলিশের আমন্ত্রন জানানো হয়েছে।
পোষ্ট/ফয়সাল/চাঁপাই
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন