আজ বাঙ্গালির আনন্দ উচ্ছ্বাস ফুটে উঠার দিন


চাঁপাইনবাবগঞ্জনিউজ ১৪ এপ্রিল ২০১১:
আজ বাংলার আকাশে-বাতাসে, পথে-প্রান্তরে বাংলার অনন্য শিল্পকর্ম, আনন্দ-উচ্ছ্বাস ফুটে উঠার দিন। ১৪১৮ বাংলা সনের প্রথম দিন আজ। আজ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ। বাঙ্গালি জাতি তার আপন ঐতিহ্য নিয়ে নতুন বছরকে বরণ করে নিতে মেতে উঠেছে সবর্ত্রই। নতুন রঙে মন রাঙিয়ে বর্ণিল সাজে মাতোয়ারা বাঙ্গালিরা। এবার কিশোর তরুন যুবাদের উচ্ছ্বাসে যোগ হয়েছে ভিন্নমাত্রা। সেই সঙ্গে নতুনকে বরণ করতে আজ বাংলার ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে মাঠে শহরে বন্দরে হচ্ছে নানান আয়োজন। বাংলা নববর্ষ ১৪১৮ উপলে চাঁপাইনবাবগঞ্জনিউজডটকম ‘বিশেষ আয়োজন’ বিভাগে সংকলন প্রকাশ করেছে। চাঁপাইনবাবগঞ্জনিউজ পরিবারের ফয়সাল মাহমুদের গ্রন্থনায় বিশেষ আয়োজনে স্থান পেয়েছে নবীন-প্রবীনদের লেখা প্রবন্ধ, গল্প-কবিতাসহ অনেক কিছু।


পোষ্ট/অলক/চাঁপাই

Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com