গভীর রাত, গভীর ঘুমে নিমগ্ন। হটাৎ বেজে উঠলো সেল ফোন। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে পুরুষালি কণ্ঠে ভেসে আসলো ‘ আমি জ্বিনের বাদশা বলছি.......’। তাতেই ওই মানুষের ত্রাহি অবস্থা। বিশ্বাস-অবিশ্বাসের দোলায় কেটে যায় বেশ কিচ্ছুক্ষণ।
কিন্তু এখানে যে বিশ্বাসের কিছুই নেই তা অনেক গ্রাহকেই বুঝে উঠতে পারেন না। অনেকে প্রতারণার শিকারও হন। সেল ফোনের মত আধুনিক প্রযুক্তি জ্বিনের হাতে! বিষয়টা নিয়ে একটু চিন্তা করলেই তুড়ি মেড়ে উড়িয়ে দেয়া যায় জ্বিনের বাদশাকে।
জ্বিনের বাদশার প্রতারণার পাশাপাশি সাম্প্রতিক সময়ে ‘বাংলাদেশ ব্যাংক’ (ইংরেজি অরে ভুল করে লেখা) এর নামে নতুন করে প্রতারণার ফাঁদ পেতেছে একটি প্রতারক চক্র। সেন্ডার নেম বংলদশ ব্যাংক লেখা ম্যাসেজে বলা হচ্ছে, আপনি ৫ হাজার ডলার জয়ী হয়েছেন। তাড়াতাড়ি যোগাযোগ করুণ ..........নম্বরে। অভাবি ! কিংবা লোভিরা দেরী না করেই শুরু করেছেন ফোন করা। আর ফোন করেই ফেঁসেছেন। তার সেল ফোনের হিসাব থেকে খোয়া গেছে প্রচুর টাকা। অথচ ম্যাসেজে দেয়ার ঘোষণার ডলারতো দূরের কথা সামান্য টাকাও পাননি তিনি। এমনকি আশ্বাসও পাননি।
এ ব্যাপারে গ্রামীণফোনের কাষ্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়, ‘এটি একটি নিছক প্রতারণা। গ্রাহককে সচেতন হতে হবে। গ্রাহককে বুঝতে হবে হটাৎ করে কেউ কেন তাকে ৫ হাজার ডলার দিবে’। কাষ্টমার কেয়ার থেকে জানানো হয়, কিছুদিন আগে পত্রিকার মাধ্যমে সেলফোন কোম্পানীগুলো বিভ্রান্তি থেকে দূরে থাকার জন্য সর্তকবার্তা জানানো হয়েছে’।
কিন্তু এখানে যে বিশ্বাসের কিছুই নেই তা অনেক গ্রাহকেই বুঝে উঠতে পারেন না। অনেকে প্রতারণার শিকারও হন। সেল ফোনের মত আধুনিক প্রযুক্তি জ্বিনের হাতে! বিষয়টা নিয়ে একটু চিন্তা করলেই তুড়ি মেড়ে উড়িয়ে দেয়া যায় জ্বিনের বাদশাকে।
জ্বিনের বাদশার প্রতারণার পাশাপাশি সাম্প্রতিক সময়ে ‘বাংলাদেশ ব্যাংক’ (ইংরেজি অরে ভুল করে লেখা) এর নামে নতুন করে প্রতারণার ফাঁদ পেতেছে একটি প্রতারক চক্র। সেন্ডার নেম বংলদশ ব্যাংক লেখা ম্যাসেজে বলা হচ্ছে, আপনি ৫ হাজার ডলার জয়ী হয়েছেন। তাড়াতাড়ি যোগাযোগ করুণ ..........নম্বরে। অভাবি ! কিংবা লোভিরা দেরী না করেই শুরু করেছেন ফোন করা। আর ফোন করেই ফেঁসেছেন। তার সেল ফোনের হিসাব থেকে খোয়া গেছে প্রচুর টাকা। অথচ ম্যাসেজে দেয়ার ঘোষণার ডলারতো দূরের কথা সামান্য টাকাও পাননি তিনি। এমনকি আশ্বাসও পাননি।
এ ব্যাপারে গ্রামীণফোনের কাষ্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়, ‘এটি একটি নিছক প্রতারণা। গ্রাহককে সচেতন হতে হবে। গ্রাহককে বুঝতে হবে হটাৎ করে কেউ কেন তাকে ৫ হাজার ডলার দিবে’। কাষ্টমার কেয়ার থেকে জানানো হয়, কিছুদিন আগে পত্রিকার মাধ্যমে সেলফোন কোম্পানীগুলো বিভ্রান্তি থেকে দূরে থাকার জন্য সর্তকবার্তা জানানো হয়েছে’।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন