“মধ্যরাতের উল্লাস ও শকুনদের মাতঙ্গ” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

বিজয় দিবস ২০১২ উপলে প্রকাশিত “মধ্যরাতের উলল্লাস ও শকুনদের মাতঙ্গ” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে শাহ নেয়ামতুল্লা কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ নেয়ামতুল্লাহ্ কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম ।
অনুষ্ঠানে প্রকাশিত বইটির উপর বক্তব্য রাখেন, অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম, সহকারী অধ্যাপক কনক রঞ্জন দাস, সহকারী অধ্যাপক এমদাদ উল হক, অবসরপ্রাপ্ত মোহিত কুমার দাঁ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতনিধি মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন। বইটির সম্পাদনা করেছেন গোলাম রাব্বানী তোতা।  
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com