পত্নীতলায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আদিবাসী যুব পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পত্নীতলায় আদিবাসী যুব পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল বুধবার সন্ধ্যায় আদিবাসীদের সমন্বয়ে পত্নীতলায়এক বন্যাঢ়্য র‌্যালী শেষে উপজেলা সদর নজিপুর চক্ নিরখীন মোড়ে নজিপুর মিশন প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হরেন্দ্র নাথ সিং এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় আদিবাসীদের বিভিন্ন সমস্যার দিক তুলে ধরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের সাধারন সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার উপদেষ্ঠা জয়নাল আবেদীন মুকুল। এসময় আরো উপস্থিত ছিলেন মোশারফ হোসেন চৌধুরী, জাতীয় আদিবাসী পরিষদ পতœীতলা শাখার সভাপতি সূধীর চন্দ্র তির্কী, সহ-সভাপতি দেবেন্দ্র নাথ পাহান, বাশন্তি উড়াও, ভারত পাহান, হাকিম তিগ্যা, দেবলাল টুডু, নরেন চন্দ্র পাহান, মার্টিন মুর্মু, প্রতাপ শিং, শিরিশ তপ্য, সুবাশ চন্দ্র হেমরম, রবি দাস প্রমূখ।


Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com