প্রত্যদর্শীরা জানায়,বেলা ১২টার দিকে হরিমোহন স্কুল মাঠে চলা আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার খেলায় হরিমোহনের এক খেলোয়াড়কে আউট দেয়া হলে সে মাঠ ত্যাগ করার সময় বিপক্ষ দলের খেলোয়ার ও সমর্থকরা অশালীন মন্তব্য করে। এর ফলে সেখানে উপস্থিত হরিমোহনের প্রাপ্তন ছাত্ররা এই অশালীন মন্তব্যের প্রতিবাদ করলে দুদলের সমর্থকের মধ্যে সংঘের্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ পরে শহরের বড় ইন্দারমোড়,নিমতলা,কলোনিমোড় এলাকায় ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। আহতের অধিকাংশই হরিমোহনের সমর্থক । আহতদের মধ্যে মারাত্মকভাবে আহত ৩ জন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। সংঘর্ষ চলাকালে বড়ইন্দারা মোড় এলাকায় হরিমোহন স্কুলের সাবেক ছাত্র শিমুলের মটরসাইকেল ভাঙ্গচুর আগুন লাগিয়ে পুরিয়ে দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৩ জনকে আটক করে। আটককৃতরা হচ্ছে সালাম, জিলহজ্ব ও আস মোহাম্মদ। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই সংঘর্ষের পর অন্তস্কুল ক্রিকেট প্রতিয়োগিতা স্থগিত করা হয়েছে।