পুঠিয়ায় গুলি ও ফেন্সিডিল উদ্ধার

পুঠিয়ায় রাইফেলে গুলি ও ফেন্সিডিল উদ্ধার করেছে পুঠিয়া থানা পুলিশ। পুঠিয়া থানা সুত্রে জানাগেছে, গক মঙ্গলবার রাত দশটার দিকে পুঠিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তাহেরপুর মোড় নামক স্থানে রাজশাহী হতে নাটেরাগামী একটি নাম্বর বিহীন মোটরসাইকেল আরোহী নাটোর চাঁনপুর এলাকার জহুরুল (৩০) ও না্েটার সিংরাদহ এলাকার রাকিব (৪০) এর মোটরসাইকেলের সিটের নিচে থাকা রাইফেলের গুলি সহ তাদেরকে আটক করে। পরে ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বানেশ্বর হতে নাটোরগমী দুইটি মোটরসাইকেলে ৩০৫ বোতল ফেন্সিডিল বহন করার সময় রাজশাহীর উপশহরের মুুরাদ আহম্মেদ (৩০), রাজশাহীর লপিুরের সাদেকুল আলম (২৯), রাজশাহীর মতিহারের সেলিম (১৬) এবং একই এলাকার ফাইম হোসেন (৩২) কে তাদের ব্যবহৃত মোটরসাইকে সহ আটক করে পুঠিয়া থানা পুলিশ।। এব্যপারে পুঠিয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com