সিংড়া রাখালগাছা-হরিপুরে নদীতে ব্রিজ নির্মাণ না করায় ৭ গ্রামবাসীদের চরম দুর্ভোগ

নাটোরের সিংড়া উপজেলার রাখালগাছা-হরিপুরে নদীর ওপরে ব্রিজ নির্মাণ না করায় ৭ গ্রামবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নদ-নদী ও চলন বিলে ঘেরা সিংড়া উপজেলার রাখালগাছা, হরিপুর, পারচক, ছোট হিয়াতপুর, হিয়াতপুর, তিনভিটা ও মাহমুদপুর গ্রাম। ওই ৭টি গ্রামের ৯৫ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। সিংড়া সদর থেকে ৪ কিলোমিটার উত্তর পশ্চিমে রাখালগাছা বাজার, ওই বাজারের নিকট এলাকাবাসীর উদ্যোগে নির্মিত বাঁশের ব্রীজে ৭টি গ্রামের মানুষ দিনরাত যাতায়াত করে। ওই বাঁশের ব্রীজের ওপর দিয়ে মোটরসাইকেল, ভ্যান, রিক্্রা চলাচল অত্যন্ত ঝুকিপুর্ণ। তাই রাখালগাছা বাজার থেকে বাঁশের ব্রিজ অথবা পাড়ের নৌকা দিয়ে ৭টি গ্রামের পথচারীদের চলাচল করতে হয়। তাও অত্যন্ত ঝুকিপুর্ণ। সে কারণে ৭টি গ্রামের মানুষদের অনেক রাস্তা পায়ে হেটেই চলতে হচ্ছে। বর্তমান ডিজিটাল বাংলাদেশে অনেক উন্নয়নের ছোঁয়া লাগলেও ওই ৭টি গ্রামের মানুষের কল্যাণে জন গুরুত্বপুর্ণ একটি ব্রিজ নির্মাণ করার উদ্যোগ আজও নেয়া হয়নি। দেখে মনে হয় আজও তারা আদি কালে বসবাস করছে। গ্রামবাসীরা জানিয়েছে, নির্বাচনে প্রার্থীরা ব্রিজ নির্মাণের আশারবাণী শুনিয়ে ভোট নেয়। ভোটে নির্বাচিতরা পরে ওই ব্রিজ নির্মাণ করার কথা ভুলে যায়। সে কারণে ওই ৭ গ্রামবাসীদের চরম দুর্ভোগ থেকেই যায়। এমনই কঠিন দূরাবস্থার মধ্যে রয়েছে ৭টি গ্রামের হাজার হাজার মানুষ। ওই ৭টি গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়ায় বেশ আগ্রহী। তাই অনেক কষ্ট করে সিংড়া স্কুল কলেজে এসে লেখাপড়া করে। ব্রিজটি নির্মাণ হলে ৭টি গ্রামের যোগাযোগ ব্যবস্থার অনেকটা উন্নত হতো। এতে দীর্ঘদিনের চরম দুর্ভোগের কবল থেকে ৭টি গ্রামের লোক অনেকটা রক্ষা পেত।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com