রাজশাহীতে শিবিরের দু’শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

মোঃ মাহ্ফুজুর রহমান, রাজশাহী প্রনিনিধিঃরাজশাহীতে মঙ্গলবারের অর্ধদিবস হরতাল চলাকালে শিবির-পুলিশ সংঘর্ষ ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের দু’শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী জেনারেল অধ্যাপক মুজিবুর রহমানের গ্রেফতারের প্রতিবাদে উত্তরাঞ্চলের আট জেলায় জামায়াত-শিবির মঙ্গলবার অর্ধ দিবস হরতালের ডাক দেয়। হরতাল চলাকালে মঙ্গলবারের নগরীর বিনোদপুর এলাকায় শিবির–পুলিশ ব্যাপক সংঘর্ষ বাঁধে, এ সময় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দায়ের করা মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাতনামা হিসেবে দেখানো হয়েছে। এছাড়া হরতাল চলাকালে আটক ৩৪ জন নেতাকর্মীর মধ্যে ১৪ জনকে এ মামলায় বুধবার দুপুরে আদালতে চালান দেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানাউল হক জানান, ‘‘মঙ্গলবারের সংঘর্ষ ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায়, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com