চাঁপাইনবাবগঞ্জে শিকদের চাকুরী জাতীয়করণের দাবি ও পিপারস্প্রেসহ শিক্ষক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

আজ সোমবার বাংলাদেশ শিক সমিতি চাপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখা সকাল ১১টায় শহরের প্রেসকাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। চাকুরী জাতীয়করণের দাবিতে জেলা সদরের বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিকরা অংশ গ্রহণ করে। মাধ্যমিক শিকদের এই কর্মসূচীতে একাত্ততা প্রকাশ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক সমিতির সাধারণ সম্পাদক অধ্য অনুয়ারুল ইসলাম বলেন সরকার শিকদের উপর পিপার¯প্র প্রয়োগ করেছে এটা লজ্বা জনক। তিনি সরকাওে প্রতি শিকদের চাকুরী জাতীয় করণের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। তিনি বলেন বছরের শুরুতে শিকরা কাসে না থেকে রাজপথে অবস্থান করছে যা আমাদের শিা ব্যবস্থার জন্য কাম্য নয়। এই সময় আরো বক্তব্য রাখেন নজরুল ইসলাম ,তাইফুর রহমান, ইসারুল হক, শাহানা পারভিন প্রমুখ। এর আগে শিকরা শহরে বিােভ মিছিল করেন।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com