চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুরে প্রতিপক্ষের হামলায় আজ ( বুধবার) এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছে। নিহত সাবেক ইউপি সদ্যসের নাম শামসুদ্দীন ইসলাম টগর। তার বাড়ী পার্বতীপুরের পূর্বজগত গ্রামে।
পুলিশ জানায়, একটি খাস পুকুরের মাছ চাষ করাকে কেন্দ্র করে টগর ও স্থানীয় এরফান আলীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে মংগলবার রাত ১০ টার দিকে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সেখানে সে মারা যায়। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, একটি খাস পুকুরের মাছ চাষ করাকে কেন্দ্র করে টগর ও স্থানীয় এরফান আলীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে মংগলবার রাত ১০ টার দিকে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সেখানে সে মারা যায়। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।