রাজশাহীতে নিপা ভাইরাসে শিশুর মৃত্যু

মোঃ মাহ্ফুজুর রহমান, রাজশাহী প্রতিনিধিঃ নিপাহ ভাইরাসের সংক্রমণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মুত্যু হয়েছে। নিহত শিশু সাগর নওগাঁর বদলগাছি উপজেলার বাসিন্দা। হাসপাতাল সূত্র জানায়, জ্বর ও খিঁচুনি নিয়ে সোমবার সকালে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি হয় সাগরকে। পর দিন চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়। তার অসুস্থতার লণ দেখে চিকিৎসকরা ধারণা করছেন সাগরের শরীরে নিপাহ ভাইরাসের সংক্রমণ হয়েছিল। শুটির নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর আইসিডিডিআরবিতে পাঠানো হয়েছে। বুধবার  নিশ্চিত হওয়া যাবে সে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছিল কিনা।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com