মোহনপুরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ট্রাফিক পুলিশ নিহত

মোঃ মাহ্ফুজুর রহমান, রাজশাহী প্রতিনিধিঃ বৃহস্পতিবার মোহনপুরে মিনি ট্রাকের চাকার সাথে পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪৩) নামের এক ট্রাফিক দাবিলদার নিহত হয়েছে। আশেদ আলী (৪৫) নামের অপর ট্রাফিক পুলিশের হাবিলদার জ্ঞান হারিয়ে ফেলেন। পালানোর সময় বাগমারা থানার পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে।  এ ব্যাপারে মোহনপুর থানায় মামলা হয়েছে। প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, মোহনপুর থানা কর্মরত ট্রাফিক পুলিশের হাবিলদার নিহত নজরুল ইসলাম (৪৩) ও আশেদ আলী(৪৫) উপজেলার কেশরহাট পৌরসভার তেতুল তলা-কালিতলা নামক স্থানের নওগাঁ-রাজশাহী মহাসড়কে বিভিন্ন যানবাহনের কাগজপত্র চেকিন করা অবস্থায় দুপুর ১২ টার সময় নওগাঁ থেকে আসা রাজশাহী গামী (নওগাঁ ড-১১০০৬৮) নম্বর মিনি ট্রাক পিছন থেকে চাপা দেয় দিলে ঘটনাস্থলে ওই ট্রাফিক পুলিশের হাবিলদার নজরুল ইসলাম(৪৩) নিহত হন। নিহত ট্রাফিক পুলিশ হাবিলদারের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা খুর্দ বলাইল গ্রামের মৃত মোসলেম উদ্দিনের পুত্র। নিহত ট্রাফিক পুলিশ নজরুল ইসলামের এক ছেলে এক মেয়ে রয়েছে। নিহত ট্রাফিক পুলিশ নজরুল ইসলামের মমার্ন্তিক দৃশ্য দেখে সাথে কর্মরত থাকা অপর ট্রাফিক পুলিশ আশেদ আলী ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। দুঘর্টনার পর ট্রাক চালক সইপাড়া মোড় হয়ে বাগমারা উপজেলা দিয়ে পালানোর সময় বাগমারা থানার পুলিশ ট্রাকসহ চালক নওগাঁ জেলার মহাদেবপুর গ্রামের নিমাই সরকারের পুত্র রিপন সরকার (২৮) কে গ্রেফতার করে। এ দিকে মোহনপুর থানা পুলিশ নিহত ট্রাফিক নজরুল ইসলামের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে মোহনপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকিরুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় মামলা এবং নিহত ট্রাফিক পুলিশ নজরুল ইসলামের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। 

Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com