হিযবুত তাওহিদের এক সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছ থেকে পুলিশ আজ বৃহস্পতিবার হিযবুত তাওহিদের এক সদস্যকে আটক করেছে। আটক ব্যক্তির নাম এমরান আলী (২০)। সে রাজশাহীর শাহমখদুম এলাকার বিরাসতেল গ্রামের সৈয়দ আলীর ছেলে।
পুলিশ জানায়, দুপুর একটার দিকে এমরান বাস টর্মিনালের কাছে লিফলেট বিতরণের সময় চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে নিষিদ্ধ লিফলেট ও সিডি উদ্ধার করা হয়।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com