তরুণ সংগঠক রাজিতের প্রথম মৃত্যু বাষীকি পালিত

তরুন সংগঠক, কবি এইচএম রেজাউর রহমান রাজিত এর প্রথম মৃত্যু বার্ষীকি পারিবারিক আয়োজনে পালিত হয়েছে। এই উপলক্ষে কাঁঠালবাগিচায় তার বাস ভবনে কোরানখানি ও দুপুরে পোল্লাডাঙ্গা আজাইপুর গোরস্থানে কবর জিয়ারত করা হয়।  উলেখ্য গতবছরের এই দিন ভোরে মাত্র ১৯ বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। জীবিত থাকা কালে এই ক্ষুদ্র সময়ে রাজিত চাঁপাইনবাবগঞ্জের সাহিত্যাঙ্গনে স্বপ্রতীভ ছিলেন। তিনি মুরহুম আব্দুর রহমানের ছোট ছেলে ও জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজুর রহমান কনক-এর ছোট ভাই।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com