চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৭/৮টি গ্রামে আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষ ও বাড়িঘর ভাঙ্গচুর, আগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে স্থানীয় সাংবাদিকরা। বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে থাকার এসব পরিবারের শীত নিবারণের জন্য গতকাল বৃহস্পতিবার সাংবাদিকরা কম্বল, শাড়ি কাপড় ও সোয়েটার বিতরণ করেছে।
নয়লাভাঙ্গার বাবুপুর, সুন্দরপুর, কোদালকাঠি, গাইনপাড়া, মোড়লপাড়া ও ঝাপড়াপাড়া এলাকায় চাঁপাইনবাবগঞ্জের কয়েকজন সাংবাদিক উদ্যোগ নিয়ে শীতবস্ত্র বিতরণ করেন। প্রবিণ সাংবাদিক ইত্তেফাকের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তসলিম উদ্দীন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো মাঝে শীতবস্ত্রগুলো তুলে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন, যুগান্তর প্রতিনিধি জোব্দুল হক, ইনকিলাব প্রতিনিধি কামাল উদ্দীন, সংবাদ প্রতিনিধি এম এ মজিদ, সমকাল প্রতিনিধি এস কে রোকন, মানবজমিন প্রতিনিধি তারেক রহমান। ওই এলাকায় ৮৫ টি কম্বল, প্রায় ১ শ শাড়ি কাপড় , ১ শ সোয়েটার বিতরণ করা হয়।
নয়লাভাঙ্গার বাবুপুর, সুন্দরপুর, কোদালকাঠি, গাইনপাড়া, মোড়লপাড়া ও ঝাপড়াপাড়া এলাকায় চাঁপাইনবাবগঞ্জের কয়েকজন সাংবাদিক উদ্যোগ নিয়ে শীতবস্ত্র বিতরণ করেন। প্রবিণ সাংবাদিক ইত্তেফাকের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তসলিম উদ্দীন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো মাঝে শীতবস্ত্রগুলো তুলে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন, যুগান্তর প্রতিনিধি জোব্দুল হক, ইনকিলাব প্রতিনিধি কামাল উদ্দীন, সংবাদ প্রতিনিধি এম এ মজিদ, সমকাল প্রতিনিধি এস কে রোকন, মানবজমিন প্রতিনিধি তারেক রহমান। ওই এলাকায় ৮৫ টি কম্বল, প্রায় ১ শ শাড়ি কাপড় , ১ শ সোয়েটার বিতরণ করা হয়।