মৃত্যুবার্ষিকী ডা. মেসবাহুল হক

গণপরিষদ ও জাতীয় সংসদের সাবেক সদস্য চাঁপাইনবাবগঞ্জের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. মেসবাহুল হক বাচ্চু’র চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার চাঁপাইনবাবগঞ্জে নানান কর্মসুচি পালিত হয়েছে।
সকালে স্থানীয় শহীদ সাটু হলে ডা. মেসবাহুল হক বাচ্চু স্মৃতি পরিষদের উদ্যোগে শিশু-কিশোরদের চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পরিষদের আহবায়ক লায়ন মোহাম্মদ আলী কামাল। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ইকবাল মনোয়ার খান চান্না, মনিম-উদ-দৌলা চৌধুরী, শাহ আলম, খাবির উদ্দীন, এনামুল হক, হাবিবুর রহমান, শহীদুল হুদা অলক, আনিসুর রহমান। এর আগে ডা. মেসবাহুল হকের বাস ভবনে কোরানখানি ও বালিয়াডাঙ্গা গোরস্থানে কবর জিয়ারত করা হয়।

Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com