সকালে স্থানীয় শহীদ সাটু হলে ডা. মেসবাহুল হক বাচ্চু স্মৃতি পরিষদের উদ্যোগে শিশু-কিশোরদের চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পরিষদের আহবায়ক লায়ন মোহাম্মদ আলী কামাল। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ইকবাল মনোয়ার খান চান্না, মনিম-উদ-দৌলা চৌধুরী, শাহ আলম, খাবির উদ্দীন, এনামুল হক, হাবিবুর রহমান, শহীদুল হুদা অলক, আনিসুর রহমান। এর আগে ডা. মেসবাহুল হকের বাস ভবনে কোরানখানি ও বালিয়াডাঙ্গা গোরস্থানে কবর জিয়ারত করা হয়।