
মোঃ মাহ্ফুজুর রহমান, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার ধলাট-ছান্দাবাড়ী সড়কের ছান্দাবাড়ীতে অবস্থিত একটি পুরাতন ব্রীজ দীর্ঘ দিন থেকে সংস্কারের অভাবে এলাকার মানুষের মরণ ফাঁদ হিসেবে পরিণত হয়েছে। ব্রীজের দু’পাশের বাঁধ ভেঙ্গে পড়েছে। এছাড়া ব্রীজটির দুই সাইডের পিলার ফেটে ভাংঙ্গা অবস্থায় পড়ে আছে। রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য (পুঠিয়া-দুর্গাপুর) আব্দুল ওয়াদুদ দারা নির্বাচনের আগে ও গত ২০১১ সালের ২৭ফেব্রƒয়ারী ছান্দাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয়দের আয়োজনে একটি ইসলামী জালসায় ৬ মাসের মধ্যে এই ব্রীজ সংস্কার ও ধলাট-ছান্দাবাড়ী সড়ক পাকা করার প্রতিশ্র“তি দেন। প্রতিশ্র“তির দীর্ঘ ৪ বছর অতিবাহিত হলেও আজো তা বাস্তবায়ন হয়নি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে চাঁপাউত্তেজনা।
এলাকাবাসী জানায়, যে কোন সময় ভেঙ্গে পড়ে যেতে পারে ব্রীজটি। আর এ ব্রীজের দু’পাশের সাইড বাঁধ ভেঙ্গে পড়ে যাওয়ায় অনেক সময় পথচারীরা ব্রীজ থেকে খালের নিচে পড়ে পঙ্গুত্ব বরণ করেছে। গত বছর ধলাট গ্রামের কামাল হোসেনের ছেলে মাসুদ রানা (১৭) সাইকেল চালিয়ে যাওয়ার পথে ব্রীজ থেকে নিচে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে। সে প্রায় ৩ মাস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে র্ভতি ছিল। তার পিতা-মাতা গরীব হওয়ায় তার ঠিকমত চিকিৎসা করতে পারেনি। তাই তার লেখা-পড়া বন্ধ হয়ে যায়। এছাড়াও আরো অনেকে বিভিন্ন সময় এ ব্রীজে দূর্ঘটনার শিকার হয় বলে এলাকাবাসী জানায়। এ ব্রীজটি অতি জরুরি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপরে হস্থপে কামনা করছেন এলাকাবাসী ।