তুরাগ তীরে লাখো কণ্ঠে আল্লাহুম্মা আমিন

লাখ লাখ মানুষ। কেউ দাঁড়িয়ে, কেউবা বসে। বিশাল এই সমাগমে কেউবা আবার ঠিকমতো দাঁড়ানোর জায়গাটুকুও পাননি। টঙ্গী থেকে শুরু করে উত্তরা, আশুলিয়া গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত মানুষ আর মানুষ। রাস্তার ধার থেকে শুরু করে খালি নেই বাড়ির ছাদও। লাখ লাখ মানুষের ভিড়ে ভীষণ কষ্ট চলাফেরা। তবুও কারো চোখে মুখে নেই সেই ছাপ। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে দু’হাত তুলে অংশ নেয়ার আনন্দে সবাই বিভোর।

দুপুর ১টা ৫মিনিট। বিশ্ব ইজতেমার মঞ্চ থেকে কেবল একবার শোনা গেলো ‘আল্লাহুম্মা আমিন’। মুহুর্তেই সেই ধ্বনি লাখ লাখ ধ্বনি রূপান্তরিত হয়ে ছড়িয়ে পড়লো। মোনাজাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমিন ধ্বনির ঢেউ উঠলো। এই ঢেউয়ের জন্যই যেনো অপেক্ষায় ছিলেন সবাই।

কী ছেলে, কী বুড়ো। মোনাজাতে হাত তুলে আবেগী হয়ে পড়লেন লাখ লাখ মুসল্লি। অঝোরে ঝরে পড়ল চোখের পানি। আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে কেউ কেউ গড়িয়ে পড়লেন মাটিতে। এ যেন স্রষ্টাকে পাওয়ার আকুল আবেদন।

তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি ভারতের নয়াদিল্লির মাওলানা জোবায়েরুল আহসান বিশ্ব শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা শুরু করেন। তিনি তাবলীগ জামাতের সাবেক বিশ্ব আমির মাওলানা এনামুলের হাসানের ছেলে। আরবি ও উর্দু ভাষায় পুরো মোনাজাত পরিচালনা করেন তিনি।

মোনাজাতে মাওলানা জোবায়ের খোদার দরবারে প্রার্থনা করে বলেন, ‘আয় আল্লাহ, এই পুরো ইজতেমা কো কবুল ফরমা, হাম সবকো কবুল ফরমা, পুরি ইনসানিয়্যাত পর রহম ফরমা...।’

এছাড়াও তিনি মোনাজাতে সমগ্র বিশ্ব থেকে যেনো অশান্তি দুর হয়ে শান্তির পরিবেশ সৃষ্টি হয়, মানুষে মানুষে যেন সম্প্রীতি বৃদ্ধি পায়, সেজন্য প্রার্থনা করেন। মোনাজাতে অংশ নিয়ে উপস্থিত লাখ লাখ মুসল্লি সে প্রার্থনার সঙ্গে সঙ্গে আমিন আমিন বলতে থাকেন।

মোনাজাতে বিশ্ব শান্তি কামনা করা হয়। মানুষের কল্যাণ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে ১৫ মিনিট ব্যাপ্তি এই মোনাজাত দুপুর ১টা ১৯ মিনিটে শেষ হয়। আখেরি মোনাজাতের মধ্য দিয়েই শেষ হয় এবারের ইজতেমার প্রথম পর্ব। আগামী ১৮ জানুয়ারি থেকে ইজতেমার দ্বিতীয় পর্ব একই স্থানে শুরু হবে।

এবারের ইজতেমায় ৩০ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে আখেরি মোনাজাতে সে সংখ্যা বেড়ে গিয়ে ৫০ লাখে উন্নীত হয়েছে বলে মনে করছেন তাবলীগ জামাতের মুরুব্বিরা। ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে রাজধানীর উত্তরা থেকে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়। অপরদিকে গাজীপুরের জয়দেবপুর থেকেও টঙ্গী অভিমুখে কোন গাড়ি আসতে দেয়া হয়নি।
Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com