‘অতি উৎসাহী’ পুলিশদের কর্মকাণ্ডে নিন্দা জানালেন ড. মিজান

 
আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর কাঁদানে গ্যাস ও তরল-গ্যাস নিক্ষেপ করে পুলিশ নিন্দনীয় কাজ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তিনি এটাকে ‘অতি উৎসাহী’ কিছু পুলিশের কাজ বলেও মন্তব্য করেন।

রোববার দুপুরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে স্মারকলিপি দিতে গেলে তিনি এসব কথা বলেন।

ঐক্যজোটের সভাপতি মো. এশারত আলীর নেতৃত্বে প্রতিনিধিদলটি দুপুর ১২টার দিকে মগবাজারে অবস্থিত জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে মিজানুর রহমানের কাছে স্মারকলিপি তুলে দেন।

শিক্ষক-কর্মচারীদের ওপর কাঁদানে গ্যাস ও তরল-গ্যাস নিক্ষেপ প্রসঙ্গে ড. মিজান বলেন, “নিন্দনীয় কাজ করেছে পুলিশ। এটা গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার জন্য পুলিশকে বলব।”

পুলিশের সমালোচনা করে তিনি বলেন, “পুলিশ প্রশাসনের কেউ অতি-উৎসাহী হয়ে এটা করেছে।” ভবিষ্যতে এ ধরনের উৎসাহ না দেখানোর জন্য তিনি পুলিশের প্রতি অনুরোধ জানান।

আন্দোলনকারী ঐক্যজোটের দাবির প্রতি একাত্মতা পোষণ করেন মিজানুর রহমান। দাবিগুলো তিনি সরকারের কাছে জানাবেন বলেও আশ্বাস দেন শিক্ষক নেতাদের।

রোববার সকালে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ের সামনে অনশন পালনের কথা ছিল এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত ঐক্যজোটের। তবে বেলা ১১টার পর আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা কমিশনের কার্যালয়ের সামনে এলে পুলিশ তাদের সরে যেতে বলে। বাধা উপেক্ষা করেই শেষ পর্যন্ত সেখানে অনশনে বসেন শিক্ষকরা।

স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত (বেতন বাবদ মাসিক সরকারি টাকা) করাসহ চার দফা দাবিতে ৭ জানুয়ারি থেকে কর্মসূচি পালন করে আসছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। সোমবার থেকে পর পর তিন দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান ও মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। একদিন পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষও হয়। বৃহস্পতিবার শহীদ মিনারে অনশন শুরু করলে কাঁদানে গ্যাস প্রয়োগ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। শুক্রবারও বাধা দেয় পুলিশ। পুলিশ বলছে, অনুমতি না থাকায় শহীদ মিনারে কর্মসূচি করতে দেয়া হচ্ছে না

Flag Counter
পাঠকের সবধরনের মত তুলে ধরতে চাই চাঁপাইনবাবগঞ্জ নিউজ । যে কোন বিষয় নিয়ে আপনিও লিখুন আর পাঠিয়ে দিন আমাদের কাছে. সাথে আপনার যোগাযোগের ঠিকানা ,আপনার একটি ছবি পাঠাতে ভুলবেন না।আপনার লেখা বা ছবি আমাদের ইমেল করুন chapainawabganjnews@yahoo.com